পাতা:দর্শন দীপিকা.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[రి ] শ্ৰেষ্ঠ জন নাই এবং সাক্ষাৎ শঙ্কর এবং পরম ব্রহ্মস্বৰূপ শাক্ত হয়েন । যিনি কালী, তারা ইতৗদির আরাধন করেন তিনি সাক্ষাৎ শিব ইহার সংশয় নাই। - শাক্ত সকলের পরম পদ অতি গোপনীয় যিনি জানেন তিনিই, শিব . ইহারও সংশয় নাই। ব্রহ্মাদি পূজিত পাদপদ্ম যিনি হর্ষে সদত ভজনা করেন তিনি অচিরাৎ মুক্তি মন্দির গমন করেন । • «no অত্র শক্তিতে জীব, জন্তু, কীট, পতঙ্গ, সকলই দেহ নিৰ্ব্বাহ করিতেছেন যথা অত্র কুৰ্ম্ম করিতে আমার শক্তি নাই ইহাতে রুদ্র নাই কিম্ব বিষ্ণু নাই ইহা কথিত হয় না কেবল শক্তি নাই কহিতে হয় । অত্র স্বীয় শক্তি খৰ্ব্ব করত পরমা শক্তির সাধন করিলেই শিব হইবেন ইহা তেই শিবের শ্মশানে বাস এবং ভস্ম অমৃত আহার । তজ্জন্য ইন্দ্রিয় সঙ্কুচিতানন্তর পরম ধৰ্ম্ম আচরণ ! - উক্ত আভাষে ভক্তবর রামপ্রসাদ সেনের উক্তি যথা । আয়মন বেড়াতে যাবি। . কালীকল্পতরুর মুলে গেলে চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি জায়। তার নিবৃত্তিবে সঙ্গে লবি । , বিবেক নামে তার পুত্ৰ মনের কথা তায় ঘ