পাতা:দর্শন দীপিকা.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২১ ] বিজ্ঞাপন । অত্র সংগ্রহকরণে লেখকের বেতন মুদ্রাঙ্কণ এবং পণ্ডিতের পারিতোষিক ইত্যাদিতে ব্যয় অধিক হইতেছে। শ্ৰীযুক্ত রাজা রাধাকান্ত দেব বাহ1 "দুরের বিরচিত শব্দ কম্পদ্রুম অভিধান হিন্দু সাধারণের এবং পণ্ডিতবর্গের অপার উপকারক সাধারণে দাতব্য হইয়াছে কিন্তু উক্ত অভিধান প্রতিখণ্ড ২৫ পঞ্চবিংশতি মুদ্রায় কেচিৎ২ গ্রহীত মহাশয় বিক্রয় করত রাজ বাহাদুরকে অশীবৰ্বাদ করিয়াছেন। অম্মদাদির প্রত্যক্ষে পণ্ডিত প্রধান মহাশয়ের অট্টালিকায় স্বীয় বৈঠক স্থানে উক্ত ৫ খণ্ড অভিধান রক্ষিত হইয়াছিল ইতোমধ্যে বন্দ্যোপাধ্যায় ঠাকুর মহাশয় গ্রন্থ দৃষ্টে কছিলেন কিমাশ্চর্য এতাদৃশ মহামহোপাধ্যায়ের গৃহে শুদ্রকৃতাভিধান বিন্যস্ত হওয়া দোষাবহ প্রত্যুত্তর স্থলে কথিত হইল যে ভূপতি দলপতি যত্ন পূৰ্ব্বক প্রদান করিয়াছেন কি করা যায় প্রাপ্ত্যবধি তথায় রক্ষিত আছে তৎক্ষণাৎ উক্ত অভিধান বিতরণ হইল । উক্তাভিধান, প্রাপ্তে, অত্র সংগ্ৰছ উপকার ও সহকারিত স্বীকার অকরণে অভাজ