পাতা:দর্শন দীপিকা.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७ ] কায়স্থ বিবরণ । যাজ্ঞবল্ক্য বিষ্ণু এবং শঙ্খঋষির বচনানুসারে রাজকৰ্ম্মকারী রাজবল্লভ এবং উক্তাভিপ্রায় পদ্মপুরাণে চিত্রগুপ্ত - মসীজীবী কায়স্থবংশের পূৰ্ব্বপুরুষ এবং মনুক্ত, গুণ বিশিষ্ট ক্ষত্রিয় জ.তির তুল্য বর্ণ নির্ণয় হয় তদগুণে সৰ্ব্বশাস্ত্রাধিকারী কায়স্থ বংশ্ব ইহাতেই আবহমান সকল বর্ণ কায়স্থ হইতে প্রথম অক্ষর শিক্ষা করিতেছেন কায়স্থ ধৰ্ম্ম সংগ্ৰহনামক অম্মদাদিকর্তৃক পূৰ্ব্ব সংগ্রহের পঞ্চম সংখ্যায় সংগ্ৰহ হইয়াছে যদৃষ্টে কায়স্থ শূদ্র নহেন এবং অত্র দেশাগত পঞ্চ স্বব্রাহ্মণ ছিলেন বিশেষ বিজ্ঞান হইবেক । সমাজ প্রতি নিবেদন । অম্মদাদি কৃত গৃহাশ্রম ধৰ্ম্ম পতি.পত্নীর ধৰ্ম্ম পুত্ৰধৰ্ম্ম শ্রাদ্ধ মাহাত্ম্য ইত্যাদি পুস্তক হিন্দুকলেজে সুশিক্ষিত মহাশয়দিগের দৃষ্টি গোচরে মনোনীত হইয়াছে প্রশংসিত সুশিক্ষিত শিমুলিয়া নিবাসী পূজ্যপাদ শ্ৰীলক্রযুক্ত হরমোহন চট্টোপাধ্যায় মহাশয় এবং শ্ৰীলক্রযুক্তবাবু তারকনাথ ঘোষজ ডিপুটী কালেক্টর মহাশয় কর্তৃক লিখন যথা |