পাতা:দর্শন দীপিকা.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ २ ] প্রাচীনবৰ্গে যথার্থ ধৰ্ম্ম পরিত্যাগে অযথার্থ ধৰ্ম্ম করেন যথা পিতামাতার সেবা স্ত্রীপুত্র পালন সত্যবাদি হওন প্রবঞ্চন রহিত হওন, পর স্ত্রী হরণেচ্ছারহিত হওন ইহাই প্রথম ধৰ্ম্ম। অতএব প্রাচীনকম্পের অবিজ্ঞতাতে স্বীয় খ্যাতি বাসনায় অন্য ক্রিয়া করিয়া ধাৰ্ম্মিক পদ বাচ্য হয়েন মাত্র। অত্র অবস্থায় আমার তাৎপৰ্য্য ইহাই ছিল যে, হিন্দুপণ্ডিত মহাশয়দিগের ব্যবস্থা এমত নহে অর্থাৎ উক্ত ধৰ্ম্ম পরিত্যাগ অন্য ধৰ্ম্মে যে ধৰ্ম্ম ছয় এমত ব্যবস্থ। তাছারদিগের নহে ইহাই দৃষ্ট করণাভিপ্রায়ে প্রশ্ন প্রেরণ করিয়াছিলাম ইহাতে মহাশয় উত্তরচ্ছলে রাগাম্বিত হওত নানা শ্লেষ উক্তি পূরিত করিয়া ব্যবস্থা যাহা লিখিয়াছেন তদৃষ্টে উপস্থিত কালের শিক্ষিত যুবক সমুহের গ্রাহ্য মাত্রই হইবেক না এবং দেশকাল পাত্র পণ্ডিত কর্তৃক সর্বদ বিবেচ্য ইহার প্রতি অলক্ষ করত লিখিত করিয়াছেন । o , প্রথমত ইদানীন্তন শুদ্রতনয়সকল বিচারপতি হওত দায়ভাগ মিতাক্ষরাদির ব্যবস্থানুসারে ব্রাহ্মণ পণ্ডিতবর্গের,বিবাদ মীমাংসা করিতেছে ইহা সকলে পরমাছাদিতৃ হওত স্বীকার করিতেছেন এবং ব্যবস্থাপক পদ সৃষ্টির আদিপৰ্য্যন্ত মহাশ