পাতা:দর্শন দীপিকা.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

j wo য়দিগের ছিল ইছ চিরকালের জন্যে রহিত হইল। অত্র স্বংসাবস্থার কারণ র্যবস্থার গোলোযোগ ইত্যাদি । ইয়াও বিশিষ্টৰূপে স্মরণ থাকিবেক ইতি পূৰ্ব্বে হিন্দু ও মবন পণ্ডিতের হস্তে আদালতের বিচারাপণ করত সুশৃঙ্খলা না হওত ক্রমশ উক্ত পদচ্যুত হইল। কিন্তু ইদানীন্তন উক্ত বালকদিগের হস্তে স্বীয় জাতির উপর বিচার কর্তৃত্বের ভারাপণ হইল। এবং চিকিৎসা শাস্ত্র পঠনে তাহারদিগের প্রতি এতাদৃশ বিশ্বাস হইয়াছে, যে স্বজাতির প্রাণ অর্থাৎ সৈন্য শ্রেণির চিকিৎসক পদে অত্র দেশীয় বালকগণ নিযুক্ত হইয়াছে ইহাও স্পষ্ট দৃষ্ট হইতেছে। ৬/ ত্রীরঘুনন্দন বন্দ্যোপাধ্যায় স্মাৰ্ত্ত ভট্টাচাৰ্য মহাশয়ের কৃত সংগ্ৰহ অত্র দেশে প্রায় ৩৫০ বৎসরাবধি প্রচলিত হওয়াতে প্রায় দশম পুরুষাবধি পাঠে মহাশয়দিগের পাণ্ডিত্য ছিল ইদানীন্তন সংস্কতু পাঠশালায় বহু পণ্ডিতের সম্মতিক্রমে রহিত হইয়। প্রাচীন.মম্বাদি স্মৃতি পাঠ্য হইল ইহাতে পাঠক নব্য স্মৃতি অধ্যায়ী পণ্ডিতবর্গের পাঠ পরিশ্রমের প্রতি বিফল হইল”। ইহাও অনুৰোধন করত স্বীয় পাণ্ডিত্যাভিমান রক্ষা করণের কোনছ উপায় করিতে ক্ষমবান হইলেন না। এই ক ২