পাতা:দর্শন দীপিকা.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8 ক্ষণে বিষয়ি লোক যদি স্বীয় কৰ্ম্মের বৃত্তান্ত কিছু জানিবার প্রার্থনায় কোনহ প্রশ্ন করে রাগবশত যে উত্তর করিয়াছেন,তদ্বারা স্বীয় পাণ্ডিত্য প্রতি বালককর্তৃক হাস্যাস্পদ আশঙ্কা হুইতেছে দৃষ্ট করিতে আজ্ঞা হয় । e প্রশ্নকারির প্রথমত প্রশ্ন ইহাই ইংলণ্ড রাজ্যে, শ্বর এবং খ্ৰীষ্টিয়ান মাত্রই এবং ইংরাজী সুশিক্ষিত বহু হিন্দু মহাত্মার হিন্দু শাস্ত্রের ধৰ্ম্মাধৰ্ম্ম বৃত্তান্ত অভাব নিশ্চিত অনুবোধনে সংশয় ঘটনা হইয়াছে। অতএব উক্ত সংশয় চ্ছেদনার্থে নিম্ন লিখিত প্রশ্ন সমুহের প্রত্যুত্তর প্রদান আজ্ঞা হইবেক । . . ইহার উত্তরে মহাশয় লিখিত করিয়াছেন যথা । সম্প্রতি ইংলণ্ডীয় রাজ্যেশ্বর এবং খ্ৰীষ্টিয়ান ব্যক্তি সকল হিন্দু শাস্ত্রে ম্লেচ্ছপদ বাচ্য । ইহাতে সম্প্রতি লিখনাভিপ্রায়ে পূর্বে খ্ৰীষ্টিয়ান লোক ও ম্লেচ্ছ ছিল না ইহাই বোধগম্য হয় নচেৎ সম্প্রতি বাক্য লিখিত হইত না । সে যাহা হউক ম্লেচ্ছ শব্দ লিখিবার তাৎপৰ্য্য ইহাই যে ঘৃণিত অন্ত্যজ জাতি বেদশাস্ত্রবহিষ্কৃত যাহ বালিকা স্ত্রী জাতিও জ্ঞাত অাছে, এবং হিন্দুমাত্রই ইহা কহিয়া থাকে কিন্তু তথাচ সেই ম্লেছজাতি কর্তৃক