পাতা:দর্শন দীপিকা.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ૭ ] হাভিমানী হইয়া হিন্দুশাস্ত্রীয় দশ পাঁচ টা বচনের পূর্বাপর বিফল • মীমাংসাদি শাস্ত্র সিদ্ধান্ত ও সংগ্রহ সিদ্ধান্ত বিরুদ্ধ অর্থ সামান্য পণ্ডিতের নিকট জ্ঞাত হইয়া 'উম্মত্তের ন্যায় প্রলাপ করেন সে কেবল পণ্ডিতের নিকট হাস্যাম্পদের নিমিত্ত হয়। অত্র লিখনে বালকেরাও অজ্ঞতা ও যুক্তিবিরুদ্ধ প্ৰলাপ ও মিথ্যাচার বাক্য বিশিষ্ট ৰূপে ধৃত করত অবজ্ঞা করিবেক ইহাতেই অন্মদাদির রোদনাস্পদ হইল। প্রথমত ম্লেচ্ছ ও পাষণ্ড শব্দবাচ্যের অর্থ ষাহ করিয়াছেন অর্থাৎ ইংরাজী শাস্ত্রমাত্র সুশিক্ষিত স্বজাতীয় ধৰ্ম্মাধৰ্ম্ম প্রতিপাদক কোনহ হিন্দু শাস্ত্রের সহিত বহুপুরুষাবধি পরিচয়েতেও হীন যে কথিত করিয়াছেন ইহাকেই গগণ পুষ্প ঘোটকের শৃঙ্গ সপের পঞ্চ পদ ইত্যাদি প্রলাপ কথিত হয় যেহেতুক এমত ঘটনা কম্মি কালেও হয় নাই ও হইবারও নহে। g আদৌ অজ্ঞতা প্রাপ্ত ইহাই যে ইংলণ্ডীয় রাজা ইংরাজী সন ১৭৬৫ শালে এতদ্দেশে রাজ্য প্রাপ্ত হয়েন ৯২ বৎসর গত হইতেছে মাত্র। ইহাতে