পাতা:দর্শন দীপিকা.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 4 | বহু পুরুষাবধি "হিন্দুশাস্ত্রে অজ্ঞতা কথন বুদ্ধির বহিস্কৃত কথা । দ্বিতীয় ভ/ রামং মিশ্র মহাশয় রামরত্ন ঠাকুর মহাশয় রামকানাই ঘোষাল মহাশয় জনাই গ্রাম নিবাসী জগমোহন মুখোপাধ্যায় মহাশয় প্রভৃতি ইংরাজী সুশিক্ষিত হয়েন ঞিহার ধাৰ্ম্মিক পদবাচ্য বিশিষ্ট ছিলেন এবং ঞিহারদিগের কিম্বা অদ্যাপি কাহারও বহুপুরুষাবধি হিন্দুশাস্ত্রে অজ্ঞ বাক্য প্রয়োগ অত্যন্ত প্রলাপ মাত্র। এবং হিন্দু সুশিক্ষিত ব্যক্তির আচার ব্যবহার সামুদায়িক হিন্দু ধৰ্ম্মশাস্ত্রানুযায়িক। প্রত্যক্ষ দৃষ্ট হইবেক যথা ক্ষিতি অপ তেজ মৰুৎ ব্যোম প্রতি ভিন্ন জ্ঞান হয় না সকল ইন্দ্রিয়ের কৰ্ম্ম হইতেছে। স্ত্রী পুত্র পালন পিতা মাতার সেবা গুরুতর লোকের মান্যমান পরোপকার পর দুঃখে দুঃখি ব্যবহার ইত্যাদি ঈশ্বরীয় ধৰ্ম্মাচার দৃষ্ট হইতেছে । যদি ইহা অপেক্ষাকৃত বৈদিক তান্ত্রিক পেীরাণিক ক্রিয়ার হানি কেচিৎ কাহারাও কথিত করেন তাহা বিবেচনা করিলে অধিকাংশ সৰ্ব্বত্র দৃষ্ট হইবেক । বরঞ্চ গ্ৰহণাদির শ্রাদ্ধে শাস্ত্র অজ্ঞ যজ মান শ্রাদ্ধ করিতেছেন শাস্ত্রজ্ঞ পুরোহিত শ্ৰাদ্ধ করাইতেছেন গ্রহণের সংক্ষেপ কাল মাত্র অত