পাতা:দর্শন দীপিকা.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ SS ] কার করিতে হইল। তৃতীয় বিবেচনা-আজ্ঞা হউক যে উক্ত রীত্যনুসারে পাণ্ডিত্য ও ধৰ্ম্মাধৰ্ম্ম বোধ বহুই পুরুষানুক্রমে প্রাপ্ত কাহারাও হয় নাই স্বীকার করিতে হইবেক। তৎপরে মহাশয় লেখেন যথা “ ও এতাদৃশ বিন্দুর ন্যায় দৃশ্বমান সমুদ্র যে হিন্দুশাস্ত্রের একাংশ তাহার প্রমেয়াপ্লমেয় নিৰূপণ করা তৎশাস্ত্রে সুপণ্ডিত যে ব্যক্তি তাহার কৰ্ত্তব্য অথবা এতৎশাস্ত্রে ঘোরতর মুখ যে তাহারি কৰ্ত্তব্য যেহেতুক মুখের অকৰ্ত্তব্য কৰ্ম্ম নাই ইতি। ' অত্র ব্যবস্থ টুকি মিসনরি অধ্যাপক পাদরি কেরি সাহেবের প্রাচীন প্রেম রক্ষা করিতে মহাশয় লিখিয়াছেন ইহাই স্পষ্ট বোধ হইতেছে । যেহেতুক হিন্দুরদিগের প্রভু স্ত্রীশুখ্ৰীষ্ট ভজিবার অত্যন্ত প্রয়োজন তাহারা ইহাই কহিয়া থাকেন যে হিন্দুধৰ্ম্ম শাস্ত্র স্বার্থভোগি ব্রাহ্মণুে কাটাকুড়ের সমুদ্র লোক সমূহের অন্ধকার করিয়া রাখিয়াছেন অতএব প্রভুর রূপ আলোক দৃষ্টে স্বর্গে যাও অর্থাৎ গমন করহ । ইহা অপেক্ষা কিঞ্চিৎ সুলভতর মহাশয়ের ব্যৱস্থা যে ঘোরতর মুখের কৰ্ত্তব্য শাস্ত্রের নিৰূপণ করা ।