পাতা:দর্শন দীপিকা.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

į so : মিত্তিক ক্রিয় অকরণে ধাৰ্ম্মিক কহিতে হইবেক কেবল সত্যবাদী হইলে ধৰ্ম্মিক কহিতে হইবেক কেবল পরদার হরণ রহিত হইলে পরদার হর ণকারী অথচ নৈমিত্তিক ক্রিয়াবান হইতে ধাৰ্ম্মিক কহিতে হইবেক ইহাই গার্হস্থ ধর্মের মৰ্ম্ম মনু আজ্ঞা। এবং ধৰ্ম্মব্যাধ ও পতিব্ৰত স্ত্রী মহাভারতীয় বন পর্বের উপাখ্যান । বরঞ্চ পরমধ ম্মাচারে গার্হস্থ অবসরে নানা কুকৰ্ম্ম করত পরিত্যাগপূর্বক ঈশ্বর নিষ্ঠ হইলেই ধাৰ্ম্মিক পদাবা বটে । পরে মহাশয় লিখিয়াছেন যথা কেবল ধাৰ্ম্মিক তাহাকে কহ যায় মে ব্যক্তি স্ব শাস্ত্রোদিত নিত্য নৈমিত্তিকাদি কৰ্ম্মানুষ্ঠান ও নিষিদ্ধ বর্জন দ্বারা নিষ্পাপান্তঃকরণপূর্বক পরমেশ্বর তত্ত্ব বোধবান হয় সে ব্যক্তির দুর্বাসন ও অভিমান ক্ষয় প্রযুক্ত কেবল সুবাসন দ্বারা কৰ্ম্ম করে। শ্ৰীচরণে গলবস্ত্রে নিবেদন যে আদৌ উক্ত ব্যবস্থ দায়ভাগ ঘটিত বাদী প্রতিবাদী উভয় ধনী স্থলে যে প্রকার গোলোযোগ এবং ভঙ্গী কৃত ব্যবস্থা দিয়া থাকেন যাহা দৃষ্টে রাজ্যেশ্বরের ব্যবস্থার প্রতি সন্দিগ্ধ চিত্ত হইয়া ব্যৱস্থা গ্রহণ রহিত করিয়াছেন তদ্রুপ উপস্থিত কালের শিক্ষিত