পাতা:দর্শন দীপিকা.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 5 | ধৰ্ম্মের গ্লানি নহে ইহাও স্পষ্ট দৃষ্ট হইতেছে। অতএব স্বয়ধৰ্ম্ম ধৰ্ম্মপণ্ডিত অর্থাৎ ধৰ্ম্মশাস্ত্রের পণ্ডিত মহাশয়রাই স্বয়ং পরিত্যাগ করত পুরুষানুক্রমের । ধৰ্ম্মনাশ করিতেছেন । অতএব রাজার ইন্টাপত্তি , এবং উপস্থিত কালের তাবৎ বৃত্তান্ত সুগোচর হওত উপায় করিতে পারলে হিন্দু ধর্মের প্লানি কদাচ হইবেকন । ইহাতে সংশয় রহিত হওত কৃপাপূর্বক সমস্ত জ্ঞাত হইতে আজ্ঞা হউক। উপস্থিত কাল ইংরাজী১৮৪৮ সাল । ১৭৫৬ সালে—যুদ্ধের জাহাজ এদেশে আগত হয়। ১৭৫৭ সালে—-২৪ পরগনার জমিদারী ইংরাজের হয়। ১৭৬০ সালে—২৭ সেপটেম্বরে বর্দ্ধমান, মেদিনীপুর, .ও চট্টগ্রাম ইংরাজের প্রাপ্ত হয়েন। ১৭৬৫—সুবে বাঙ্গলা বেহার, উড়িষ্যা, দিল্লীর পাদশাহ হইতে প্রাপ্ত হয়েন। ১৭৬৬—উত্তর সরকার অর্থাৎ ছাপরাদি । ১৭৭৫—বারাণস জমিদারী হয়। . ১৭৭৮–নাগপুর, রাজার নিকট হইতে প্রাপ্ত হয় । ১৮৮১-গোরকপুর,নবাৰ উজীর হইতে প্রাপ্ত হয়।