পাতা:দর্শন দীপিকা.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] ১৮০২–বুন্দেলখণ্ড, পেশওয়ার নিকটে প্রাপ্ত হয়েন। ১৮৯৩–কটক, বালেশ্বর বিরারের রাজার নিকট প্রাপ্ত হয়েন এবং আগর,দিল্লী,ইত্যাদি জয় হয়। সন ১৮০°সালে কলিকাতায় নানবিদ্যা ও শাস্ত্র শিক্ষা করণের মহাবিদ্যালয় নামক ফোর্ট উইলেম কালেজ স্থাপনা হয়, যাহাতে প্রধান বিদ্বান সমুহ : আবদ্ধ হয়েন। তৎকালীন পাদরি বোকানন সাহেব খ্ৰীষ্টীয় ধৰ্ম্মশাস্ত্রে এবুং নানা ভাষাজ্ঞ পণ্ডিতগণ উক্ত বিদ্যালয়ে সহকারি সমাজপতি পদে নিযুক্ত হয়েম্। সন১৮০৭ সালে উক্ত সাহেব এক আবেদন রাজ্যে শ্বরের গোচরার্থে লেখেন, डॉक्षप्रं হিন্দুরাজ্যের সুশীলতা এবং সৎচরিত্রত। হিন্দুর উপস্থিত ধৰ্ম্ম থাকিতে হইবেকনা। অত্র লিখন তথায় আন্দোলন হইবাতে কেচিৎ যুদ্ধশ্রেণির মহাত্মা অতি বিজ্ঞতম সাহেব প্রত্যুত্তরে হিন্দুধৰ্ম্ম প্রশংসায় কয়েক গ্রন্থ লেখেন তাহাতে মনু ও ভগবদগীত্ব ইত্যাদির নানা বচন লিখিয়া প্রকাশ করেন, এবং হিন্দু দিগের ধৰ্ম্মের প্রতি হঠাৎ হস্তক্ষেপ করণ নিতান্ত অযুক্তি এবং যে যে উপায় লেখেন মনোযোগে জ্ঞাত ইউন। - س - س --۔ - ------- - گا۔ ۔ --سمس.


"י4 - - - ------"אי--------

এবপুকার রাজ করন্থ হইতে লাগিল। এই সময়ে অর্থাৎ সন ১৮৪৪ সালেই ৪৮ বৎসর গত হইতেছে। "