পাতা:দর্শন দীপিকা.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० ] এবং মন্ত্রণার সংগ্রাম করা হইলে মঙ্গল স্থচক হইবেক নচেৎ আমারদিগের কেবল আত্মীয় যে গঙ্গাতীরস্থ প্রজার। ইহাদিগকে মিসনরি কর্তৃক অর্থাৎ আমারদিগের স্বীয় ধৰ্ম্মাধ্যক্ষ দ্বারা তাহ। দিগের অহিত ধৰ্ম্ম ও দেবপূজা দোষ ইত্যাদি উপ দেশ করণ দ্বারা সর্বমনে অসন্তোষের বীজারোপণ করত রাজ্যের ঘোরবিপদ সংস্থাপন করাইতেছে। অত্ৰস্থলে আহ্বাদের বিষয় ইছাই যে আমাদিগের বঙ্গদেশের রাজকৰ্ম্ম কৰ্ত্ত সকলে অতি সুমন্ত্রণ দ্বারা গোলোযোগ নিবারণ করিয়াছেন যেহেতুক যে দেশীয় লোকের রীতি ও ধৰ্ম্ম ব্যবহার যাহার যেমত আছে তাহাই চলিত রাখিয়াছেন। যদি কোকালনের অভিপ্রায়ে খ্ৰীষ্টীয় ধৰ্ম্ম শাস্ত্রের আজ্ঞানুযায়িক ধর্মের দোষম্পর্শ সংশোধন কৰ্ত্তব্য যে হয় ইহার অর্থ আমার বুদ্ধিতে এই হয় যে যাহার প্রাচীন ধর্মের দোষ স্পর্শ হইয়া থাকে তাহাই সংশোধন কৰ্ত্তব্য (যে আত্ম রক্ষাই স্বাভাবিক ধৰ্ম্ম) যদি ইহা বোকাননের যুক্তি সংশোধন করণের পক্ষে স্থান"প্রাপ্ত হয় নাই কিন্তু ইহাইবিবেচ্য যে