পাতা:দর্শন দীপিকা.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৩ ] তাৎপৰ্য্য কারণ যুক্তি অনুসন্ধান হেতু হিন্দু বর্গের ইদানীং কিঞ্চিৎ সুধারা হইতেছে এমত বোধ হয় এবং যদিস্তাৎ মন্দ২ গতি হউক কিন্তু অবশেষ অসীম নহে অর্থাৎ হইতে পারবেক । ইহাতে আমরা যদি দুঃসাহসিক হওত ভয়ানক বলপূৰ্ব্বক ব্যস্ত সমস্ত হই তবে অগ্র স্মরণের ব্যাঘাত করত আমারদিগের অধিকারচু্যত করণ উদ্যোগী করাই ফল হইবেক । এই আমার অভিপ্রায়। এতল্লিখনের পূৰ্ব্ব আমার বহুকাল হিন্দু স্থানে বাস হওয়াতে তথাকার বিশেষ বৃত্ত্বাস্ত যাহা জ্ঞাত আছি তাহাতে আমি বিবেচনা করিতে ছিলাম যে হিন্দুস্থানে খ্ৰীষ্টীয়ধৰ্ম্ম আলোচনা হওয়াতে অর্থাৎ লিখনের বাসনায় আমার ইহাই মনোগত হইয়াছিল ষে অ৷ মর হিন্দুস্থানে বহুকাল বাস হইবাতে হিন্দু দিগের স্বাভাবিক গুণ বর্ণন কৰ্ত্তব্য। এবং খ্ৰীষ্টীয় ধৰ্ম্ম তত্র দেশে আলোচনায় রাজকীয় এবং ব্যবহার্য্য উপকার হইবেক কিনা । অত্র বৃত্তান্তুে ৰোকাননের লিখন আমার হস্তগত হইবায় আমি মানস পূৰ্ব্বেই ষাহ করিয়াছিলাম তাহ ব্যক্ত প্রথম খণ্ডে হইবেক ।