পাতা:দর্শন দীপিকা.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २8 ] বেকানন অতি স্বক্ষৰূপে আপনার অনুযোজ্য বৃত্তান্তে বহুটকা করিয়াছেন আমিও তন্মতাবলম্বন করিলাম যেহেতুক তাহার অভিমতে মনোনীত যাহারদিগের হইয়াছে তাহা পরিস্কার কৰ্ত্তব্য । হিন্দুদিগের চরিত্রের নিন্দ যথার্থ বিশিষ্ট কারণ কথিত হয় নাই এবং প্রাকৃতাৰ্থ সুগোচর করাও তদ্রুপ । তত্ৰ সামুদায়িক বৃত্তাস্তের পরিষ্কত উত্তম কারণ আমার দ্বিতীয়াংশ লিখনে ব্যক্ত হইবেক অপিচ অামার লিখিত কারণ ও তাৎপৰ্য্য বুদ্ধিমান অপক্ষপাতি মহাত্মারা বিবেচনা করবেন। বিবে চকেরা যথার্থ করিবার কৰ্ত্ত সেই সকল লোকের পক্ষে হইতেছে অতএব তাহাদিগের চরিত্র, রীতি, আচরণ এবং মর্য্যাদা যাহা আমি জ্ঞাত মাছি যদ্দূর আমার মান্যত ও শ্রদ্ধা তাহারদিগের প্রতি আক্রম করিয়াছে। অত্র বিবেচনায় যখন তাহারদিগের প্রতি, ভণ্ডামি ৰূপে নিন্দ পূর্ণ কাগজে লিখিত হইয়াছে এবং তৎপনাও মানি নানা বিধ পরিপূর্ণ হুইয়াছে তখন যথার্থ ৰিৰেচনা করি। বার কৰ্ত্তার অভু্যচিত এবঞ্চ সত্ত্বৰূপ ভগবানের