পাতা:দর্শন দীপিকা.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ Ntot ] বঙ্গভাষা । হিন্দু দিগকে খ্ৰীষ্টিয়ান করণে কিপর্য্যন্ত সম্ভাবন। অত্র ধাৰ্ম্মিক উপদেষ্ট। যাহঁরা হিন্দু স্থানে হিন্দ, দিগকে ধৰ্ম্মোপদেশ কারণ গমন করেন তাহীরা অত্র ধৰ্ম্মশালা হইতে অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত হই বেন যেহেতুক তাহাদিগের সুচেষ্ট বটেই কিন্তু তাহাদিগের প্রাণপণ পরিশ্রম বৃথা হইতেছে। তাহার দিগের মন্ত্রণায় কোন ভদ্রহিন্দ, লক্ষ করেন না । খ্ৰীষ্টীয় বরপ্রাপ্ত হইতে স্বীয় পরিবার বান্ধব এবং সভ্রান্ত সমাজ হইতে দ্যুত হওন অপেক্ষাকৃত কোন অধিক দণ্ড অrর জগতে আছে যে ইহ স্বীকার করিবেক । * জীবনের তাৎপৰ্য্য কি যে সৰ্ব্বস্ব পরিত্যাগে জী বিত থাকা জগতের নিন্দনীয় হওত চিরস্থম্বুর্ণবে মগ্ন প্রায় ভ্রমণ করা হইতে দুঃখ আর কি আছে । তাহাদিগের ভগবদগীতার আস্তু যেইহ শরীরে যেই সুখ প্রাপ্ত হয় জন্মান্তরে সেই সুখ প্রাপ্ত হইবেক ঃ মিসনরিরা কি ইহাই প্রার্থনা করেন যে তাহার। সকল সুধু হইতে বঞ্চিত হইয়া তাই দিগের পর মর্শ গ্রাহ করত সমাজ হইতে বহিষ্কৃত হয়েন। ।