পাতা:দর্শন দীপিকা.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ \రిలి ] হিতোপদেশ গ্রন্থে কথিত যে স্বীয় বান্ধব কর্তৃক পরিত্যাজ্য জন সহজেই পরাভব হইবেক । স্বীয় পরিবার স্বীয় সম্ভ ম রক্ষার্থে পরিত্যক্ত জনকে নষ্ট করিবেক । i ২৫৭ শ্লোকে কেহ কোন অংশে ধৰ্ম্মচু্যত ব্যক্তির সঙ্গে আলাপ করিবেকনা। যদিস্তাৎ পূৰ্ব্বধৰ্ম্মত প্ৰ তিজ্ঞা কিছু হইয়াথাকে তথাচ স্বীয় মুলধৰ্ম্ম রক্ষার্থে উক্ত প্রতিজ্ঞা ভঙ্গ বিধি হইবেক | অতএব উক্ত মিসনরিগণ যাহারা পরিশ্রম করত বাইবেল বঙ্গভাষায় অনুবাদ ফরিয়া সৰ্ব্বত্র প্রকাশ করিতেছেন। এবং তাছাদিগকে আবেদন পত্রে তাহাদিগের ধৰ্ম্মের গুনি পুত্তলিকা পূজার নিন্দা করিতেছেন তাহাদিগের স্বীয় বৃত্তান্ত দৃষ্টি করণ কৰ্ত্তব্য এবং ইহাও বিবেচনাবশ্বক যে অত্র গোলে। যোগে হিন্দুদিগের চিত্তভঙ্গ এবং সমাজে অহিত। চার হইবেক । ইহঁরা অনায়সেই হিন্দুদিগকে কহেন তোমা দের শাস্ত্র কেবল বালকের খেলার যোগ্য আর তোমাদিগের গ্রন্থ রচনা সামান্য ইতিহাস মাত্র ।