পাতা:দর্শন দীপিকা.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ براج ] স্বীয় বুদ্ধি ভ্রংশ হওত স্নিগ্ধ এবং প্রবৃত্তিকর বাক্য কথন অভাবে সৰ্ব্বদাই অপরিণাম দর্শী হওত সক লের হাস্যাস্পদ হইয়াছেন তথাকারও যে সকল প্রস্তর ইহা তুলার ন্যায় কোমল নহে এবং ঘোটকের পলায়ন শক্তিতেই স্বীয় সৰ্ব্বস্ব রক্ষণ হয় । অত্র দশা ইহঁরদিগের ঘটনা অতিউচিত কি নহে ইহা মীমাংসা আমার কৰ্ম্ম নহে । কিন্তু আমার ভয় হয় যে এই প্রকার ক্রিয়াতে উপদ্রব ঘটনাই হয় অন্য উপকার নহে ইহাতে সমাজের ঐক্যতা ভ্রংশ করে ধৰ্ম্ম বিতণ্ডা এবং সংশোধন কৰ্ত্তব্য বিষয় এই প্রকার রীতিতে সম্ভবেন যখন বিশিষ্ট বোধগম্য এবং সম্মতি স্থাপন হইবেক, তৎকালীন ইহার ইষ্ট। পত্তি আমি বুঝি সে অভিসম্প্রাতের দিন গত হই য়াছে এবং তখন ইহা কৰ্ত্তব্য হইবেক যখন অীমা দিগকে বশীভূত আর হইতে হইবেক না। এপ্রযুক্ত সৎ পরামর্শ যে সময়ের অপেক্ষা কৰ্ত্তব্য এইক্ষণে কোমল এবং স্নিগ্ধfক্রয়া যথা বিশিষ্ট বিজ্ঞা নের উপায় এবং সংশোধনের সম্পায় প্রকাশ্য পাঠশালা স্থাপনানস্তর অতি আবশ্যক” । বাহাতে