পাতা:দশকুমার.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থপাল চরিত । tృ\9 তখন আমার মাতা পতিকে জীবিত দেখিয় এবং আমাকে পুনঃপ্রাপ্ত হইয়া অপাের আনন্দ সাগরে মগ্ন হইলেন । আমাকে গদগদ বচনে বলিতে লাগিলেন বৎস! এই পাপীয়সী তোমাকে জাতমাত্রেই শ্মশানে পরিত্যাগ করিয়াছিল। তুমি, কি মনে করিয়া এই নিদয়ার প্রতি দয়া করিতে আসিয়াছ ? আমি তোমার বদনসুধাকর পুনৰ্ব্বার দেখিতে পাইব, কখনই এমন প্রত্যাশা করি নাই। বোধ হয় বিধাতা অন্থকূল হইয়া তোমাকে আনিয়াদিয়াছেন । তুমি যদি এই বিপদের সময় আসিয়া না উপস্থিত হইতে, তোমার পিতাকে কতই যন্ত্রণ ভোগ করিতে হইত। অণঃ ! দেবী বসুমতী ধন্য ! তোমায় সেই শৈশব সময়ের মধুরা ফুট বচনামৃত পান করিয়া, তোমার সেই সুকোমল বদন-কমল অবলোকন করিয়া, আত্মাকে চরিতার্থ করিয়াছেন । এই বলিয়া মাতা আমাকে ক্রেণড়ে করিয়া লইলেন। তাহার আনন্দীশ্রীজলে আমার শরীর অভিষিক্ত হইতে লাগিল । পিতা, পূর্ণভদ্রের মুখে আমার সমুদায় বৃত্তান্ত সবিস্তর শ্রবণ করিয়া অপরিসীম হর্ষ প্রাপ্ত হইলেন। তখন, আপনাকে ভগবাম মঘবান অপেক্ষাও ভাগ্যবান জ্ঞান করিলেন। অনন্তর আমি পিতাকে জিজ্ঞাসিলাম এক্ষণে কি করা কর্তব্য? পিতা উত্তর করিলেন “ বৎস! আমার এই বাড়ী প্রকাণ্ড প্রাচীরবলয়ে বেষ্টিত । ইহাতে নানাবিধ অস্ত্ৰ শস্ত্র অাছে । হঠাৎ কাহারও এ বাড়ীতে প্রবেশ করিবার সামর্থ্য নাই । আমি অনেকের অনেক উপকার করিয়াছি, এবং এই রাজ্যের বহু বহু বীর পুরুষ আমার বশীভূত আছে। আমার বিপদ কালে অনেকেই সাহায্য করিবে, সন্দেহ নাই। অতএব এই স্থলে কিছুকাল অবস্থিতি করিয়া সৈন্য সংগ্রহ করা উচিত । পশ্চাৎ সিংহঘোষের বিনাশ চেষ্টা করা যাইবেক, । আমি পিতার মতেই সম্মত হইলাম। অনন্তর সিংহঘোষ আমাদিগের বৃত্তান্ত অবগত হইয়া নিতান্ত অস্থতাপিত হইল। সে আমাদের বিনাশ বাসনায় যে সমস্ত উপায় প্রয়োগ করিতে লাগিল, আমরা তৎক্ষণাৎ তাহার প্রতিবিধান করিতে লাগিলাম ।