পাতা:দশকুমার.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিত্রগুপ্ত চরিত। YX > এক অর্ণবযানের অপ্রিয় প্রাপ্ত হই । অর্ণবযlন ঝড়ে এই দ্বীপে আসিয় পড়ে। আমি দ্বীপে উঠিয়া পৰ্ব্বত শোভা দেখিতে দেখিতে এইস্থানে আসিয়া উপস্থিত হইয়াছি। ব্রহ্মরাক্ষস কহিল আমি তোকে চারিট ও শ্ন জিজ্ঞাসা করি। তুই যদি ইহার প্রকৃত উত্তর দিতে পারিস, ভাল। নতুবা তোকে ভক্ষণ করিব । আমি বলিলাম বলুন। ব্রহ্মরক্ষস বলিল । --- প্রশ্ন—ক্রর কি ? কিসে গৃহস্থের মঙ্গল হয় ? কাম কাহাকে বল যায় ? কি উপায়ে অতি দুষ্কর কৰ্ম্ম সাধন করা যাইতে পারে? আমি উত্তর করিলাম স্ত্রীলোকের হৃদয় ক্রর। গৃহিণী গুণবতী হইলে গৃহস্তের মঙ্গল হয় । মনের সঙ্কল্পই কাম । বুদ্ধি দ্বার অতি দুষ্কর কৰ্ম্মও সাধন করা যাইতে পারে। ঘূমিনী, গোমিনী, নিম্ববতী, নিতম্ববতী এই চারি স্ত্রী এই চারি বিষয়ের উদাহরণ। ব্রহ্মরাক্ষস বলিল এই চারি স্ত্রীর বৃত্তান্ত বল। আমি বলিতে লাগিলাম । খুমিনীর বৃত্তান্ত। ত্ৰিগৰ্ত্ত দেশে ধনক ধন্যক ধন্যক নামে তিন সহোদর বাস করিতেন। তাহার। অতুল ঐশ্বৰ্য শালী ছিলেন। একদা ঐ দেশে ক্রমাগত দ্বাদশ বৎসর অনাবৃষ্টি হয়। পুৰ্ব্ব সঞ্চিত শস্য সম্পত্তি ক্রমশঃ নিঃশেষিত হইয়া গেল । ওষধি ও তরুগণ নিষ্ফল ও নীরস হইতে লাগিল। নদী ও পলুল সকল শুষ্ক ও পঙ্কবিশিষ্ট হইল । কন্ম মূল ফল প্রভৃতি নিতান্ত দুল্লভ হইয়া উঠিল। দেশের ভাবৎ লোকেই নিরানন্দ ও নিরুৎসাহ হইল । জনপদে তস্কর দস্থা বর্গের সাতিশয় বৃদ্ধি হইতে লাগিল। প্রজাগণ, খাদ্য সামগ্ৰী বিরহে পশু পক্ষী প্রভৃতি ভক্ষণ করিতে আরম্ভ করিল। যখন পশু পক্ষীও দুর্লভ হইয়া উঠিল, তখন মামুষে মানুষ খাইতে লাগিল। দুৰ্ব্বিষহ জঠরনল জ্বালায় কাতর হইয়া গৃহস্থের পরিবার গণকে ভক্ষণ করিতে প্রবৃত্ত হইল। চারি দিক মড়ার মাথায় পরিপুর্ণ হইল, পথ ঘাটে আর পা বাড়াইবার যে রহিল না। ক্রমশঃ সমস্ত দেশ নিৰ্ম্মনুষ্যপ্রায় হইয়া গেল ।