পাতা:দশকুমার.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰ্ব্বপীঠিকা। ২৭ সহিত অদ্যাবধি আমাদের বন্ধুদ্ধ জন্মিল। বন্ধুর নিকট কোন বিষয় গোপন করা উচিত নয়। অতএব শুকুন, এই কেলিকাননে একদিন মালবেন্দ্রনন্দিনী অবস্তিসুন্দরী বসন্তোৎসব উপলক্ষে আসিয়াছিলেন । এই রাজনন্দনের সহিত শুভ সম্প্রদর্শন হওয়াতে পরস্পর প্রণয় সঞ্চার হইয়াছে। কিন্তু সম্মিলনের উপায় না পাইয়া, ইনি এমন বিমনা হইয়াছেন । বিদ্যেশ্বর কুমারের লজ্জ-মধুর মুখ নিরীক্ষণ করিয়া সহস্য বদনে বলিলেন দেব ! আমি অহচর থাকিতে আপনকার কোম্ কাষ অসাধ্য আছে । ইন্দ্রজাল দ্বারা মালবেন্দ্রকে মুগ্ধ করিয়া সৰ্ব্ব জন সমক্ষেই আপনকার সহিত তাহার তনয়ার বিবাহ দিয়া আপনাকে অন্তঃপুরে প্রবেশ করাইব । আপনি অগ্রে এই বৃত্তান্ত বিশ্বস্ত সখী দ্বার রাজনন্দিনীর গোচর করিয়ারাখুন। রাজকুমার, সেই আকস্মিক বন্ধু ইন্দ্রজালবিদ্যা-সিন্ধু বিদ্যেশ্বরের বচনে সাতিশয় সন্তুষ্ট হইয়া অত্যন্ত সম্মান করিয়া তাহাকে বিদায় করিলেন । অনন্তর রাজবাহন, বিদ্যেশ্বরের নৈপুণ্যে মনোরথ সম্পন্ন হইবেক ভাবিয়া হৃষ্টান্তঃকরণে পুষ্পোস্তব সমভিব্যাহারে অাপন মন্দিরে প্রস্থান করিলেন । পরে বালচন্দ্রিক দ্বারা ঐন্দ্রজালিক বৃত্তান্ত অবন্তিসুন্দরীর গোচর করিয়ারাখিলেন। পরদিন প্রভাতে বিদ্যেশ্বর পিচ্ছিক হস্তে শিষ্যগণ সমভিব্যাহারে রাজভবন দ্বারে উপস্থিত হইলেন । এবং অস্থতি প্রাপ্ত হইয়া কক্ষান্তরে প্রবেশ করিলেন। ঐন্দ্রজালিক আসিয়াছে শুনিয়া অন্তঃপুরিকাগণ উৎসুক চিত্তে দেখিতে আসিল । বিদ্যেশ্বরের অনুচরেরা বাদ্য আরম্ভ করিল। ক্ষণবিলম্বে, দর্শকগণের মন একতান হইয়াছে দেখিয়া, বিদ্যেশ্বর পিচ্ছিক ভ্রমণ পুৰ্ব্বক ক্ষণকাল মুদ্রিত-নয়ন হইলেন । অবিলম্বেই বিষম বিষদৃষিত ভয়ানক ফণধারী সর্পসমূহ আসিয়া দর্শকগণের ভয় প্রদর্শন পুৰ্ব্বক ভ্ৰমণ করিতে লাগিল। সকলে সশঙ্কিত, কাহাকে কখন দংশন করে এইভয়ে,ব্যাকুল হইয়া উঠিল। পরক্ষণেই দৃষ্ট হইল গগণ পথে গরুড় আসিয়া সেই সকল সর্প গ্রাস করিয়া প্রস্থান করিল ।