পাতা:দশকুমার.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\be দশকুমার যেন অন্তঃপুরে হঠাৎ গৃহদাহ উপস্থিত হইয়াছে, ৰোধ হইতে লাগিল । এই কলরব শুনিয়া দ্বারপালের কি হইল কি হইল বলিয়া সহসা আসিয়া অন্তঃপুরে প্রবিষ্ট হইল। দেখিল, পরম সুন্দর এক নবীন যুবা পুরুষ অন্তঃপুরে প্রবেশ করিয়াছে, তাহার চরণদ্বয় রজত শৃঙ্খলে বন্ধ হইয়াছে। রাজকুমারের এমনি প্রভাব, যে, দ্বারবানের তাহার গাত্র স্পর্শও করিতে পারিল না। তৎক্ষণেই সেই সমস্ত বিবরণ চণ্ডবৰ্ম্মার নিকটে গিয়া নিবেদন করিল। প্রচণ্ডপ্রতাপ চণ্ডবর্গ এতাবৎ ব্যাপার শ্রবণে অত্যন্ত ক্রুদ্ধ হইয়। অন্তঃপুর মধ্যে আগমন করিল। আসিয়াই জ্বলন্ত অমল তুল্য নয়নে রাজকুমারকে নিরীক্ষণ করিয়া কহিল, কি ! এ ষে সেই, পাপকৰ্ম্ম দুরাত্মা পুষ্পোন্তবের মিত্র, কপটধার্শিক, লোকবঞ্চক । পৌরজনের এমনি মুখ, যে, ইহার কুহকে মোহিত হইয়া ইহাকে দেবতুল্য জ্ঞান করিয়া থাকে। কিন্তু ইহার তুল্য পাপিষ্ঠ নরাধম আর নাই। পাপীয়সী অৰন্তিসুন্দরী এই গৃঢ়পাপকারী দুরাচারের প্রতি অনুরক্ত হইয়া অামাকে অবমানিত এবং বিশুদ্ধ পিতৃকুল কলঙ্কিত করিল। আমি অদ্যই এই দ্বরাচারের প্রাণসংহার করিব, এই কুলকলঙ্কিনী স্বচক্ষে অবলোকন করুক। এই প্রকার ভৎসনা করিতে করিতে কালান্তক যমের ন্যায় চণ্ডবৰ্ম্ম করাল ভ্ৰুকুটি করিয়া, যমদণ্ড তুল্য ভুজদণ্ড দ্বারা বলপূৰ্ব্বক রাজপুত্রের হস্ত ধারণ ಧ್ಧಿ))))) সৰ্ব্বপেীরুষাধার রাজকুমার, সহিষ্ণুতা ব্যতিরেকে সেই বিপদ হইতে উদ্ধারের উপায়ান্তর নাই ভাবিয়া, আত্ম বিমোচন চেষ্টায় বিরত হইলেন । এবং প্রাণ পরিত্যাগরাগিণী প্রাণসম প্রিয়তমার আশ্বাসাৰ্থ বলিলেন, হে হংসগণমিনি ! সেই হংসের কথা স্মরণ করিয়া মাসস্বয় সহ করিয়া থাক। এই বলিয়া রিপুর আয়ত্ত হইলেন । অবন্তিসুন্দরীর পিতা মানসার রাজকুমারের রূপ লাবণ্য দর্শনে সাতিশয় অঙ্কাদিত হইলেন। কিন্তু ক্ৰৱকৰ্ম্ম চণ্ডবৰ্মা তাহাকে বিনাশ করিবেক শুনিয়া নিতান্ত কাতর হইলেন । তিনি