পাতা:দশকুমার.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্ৰমণিকা । "9> তৎকালে চণ্ডবৰ্ম্মাকে অনেক উপরোধ করিয়া কুমারের প্রাণ রক্ষা করিলেন, কিন্তু প্ৰভুত্ব না থাকাতে তাহার হস্ত হইতে র্তাহাকে *মুক্ত করিতে পারিলেন না । অবস্তিসুন্দরীর জ্যেষ্ঠ সহোদর দপসার তৎকালে রাজরাজ পৰ্ব্বতে তপস্যা করিতে ছিলেন । চণ্ডবৰ্ম্ম, অবন্তিসুন্দরীর সহিত রাজকুমারের প্রণয়সঞ্চার ও তাহাকে ধরিয়া আনয়ন প্রভৃতি তাৰৎ ংবাদ দূতদ্বারা তাহার নিকট প্রেরণ করিল। অনন্তর, পুষ্পোত্তবের আত্মীয় অন্তরঙ্গ সকলের সর্বস্ব হরণ করিয়া তাহাদিগকে কারাগারে নিক্ষেপ করিল। রাজবাহনকে সিংহ শিশুর ন্যায় কাষ্ঠ পিঞ্জরে বদ্ধ করিয়া রাখিল । রাজবাহনের কেশের মধ্যে এক আশ্চর্য মণি বিনিহিত ছিল । তাহারই প্রভাবে তাহার ক্ষুধ তৃষ্ণাদি জন্য কোন ক্লেশ হইল না । ইতিপূৰ্ব্বে চণ্ডবৰ্ম্ম বিবাহ করিবার বাসনায়, অঙ্গ দেশের রাজা সিংহবৰ্ম্মীর নিকট র্তাহার কন্যা প্রার্থনা করিয়াছিল। তিনি উহার মনস্কামনা সিদ্ধ করেন নাই । সেই ক্রোধে চণ্ডবৰ্ম্ম অঙ্গরাজের উন্মলনাৰ্থ সৈন্য সামন্ত সঙ্গে অঙ্গরাজ্যে যাত্রা করিল। পিঙ্করবদ্ধ রাজকুমারকে অন্যত্র কুত্ৰাপি রাখিতে বিশ্বাস না হওয়াতে, শকট যানে স্বসমভিব্যাহারে লইয়া চলিল। অনন্তর অঙ্গ দেশে উপস্থিত হইয়া রাজধানী চম্পানগরী অবরোধ করিল। সিংহবৰ্ম্ম তখন ভীত হইয়া মান দেশীয় আত্মীয় ভূপতি গণের নিকট সাহায্য প্রার্থনায় দূত প্রেরণ করিলেন। ঐ সকল রাজগণ অঙ্গরাজের সাহায্যার্থ সত্ত্বর আসিতে লাগিলেন । কিন্তু সিংহবৰ্ম্ম, শত্রুর অবরোধ অসহ হওয়াতে, বন্ধুগণের আগমনের প্রতীক্ষা করিতে পারিলেন না, মুৰ্ত্তিমান অহঙ্কারের ন্যায় পুরীর পশ্চাৎ প্রাচীর ভেদ করিয়া চতুৰ্ব্বিধ সৈন্য সমভিব্যাহারে যুদ্ধার্থ বহির্গত হইলেন । বাহিরে অসিয়া শক্ৰ সৈন্যের পশ্চাৎ ভাগে অলক্ষিত রূপে আক্রমণ করিলেন । কিয় হুকাল পরস্পর ঘোরতর সংগ্রাম হইল। অবশেষে চণ্ডবৰ্ম্ম সিংহবৰ্ম্মার সমস্ত সৈন্য ক্ষয় করিল এবং উহাকে ধরিয়া আনিয়া কারাবদ্ধ করিয়া রাখিল ।