পাতা:দশকুমার.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s98 नश्व कूभाङ्ग দেব ! অদ্য অামার সেই শাপ মেচন হইল। শুঙ্খল রূপে মাসদ্বয় তোমার পদ পদ্ম আগ্রয় করিয়া ছিলাম। এক্ষণে প্রসন্ন হও, কি করিতে হইরেক আজ্ঞা কর । এই বলিয় সুরতমঞ্জরী প্রণাম করিল। রাজবাহন বলিলেন সুন্দরি! যদি আমার উপকার করা তোমার অভিলষিত হইয়া থাকে, প্রিয়তম অবন্তিসুন্দরীকে আমার এই বন্ধন মুক্তির সংবাদ প্রদান করিয়া আশ্বাসিত কর, তাহা হইলেই যথেষ্ট উপকায় হইবেক । এই বলিয়। অপসরাকে বিদায় করিলেন । ঐ সময়ে হঠাৎ, এইরূপ শব্দ রাজবাহনের কর্ণকুহরে প্রবিষ্ট হইল, যে, “ চণ্ডরশ্ন হভ হইয়াছে, চণ্ডবৰ্ম্ম বিবাহ কালে অম্বালিকার কর গ্রহণার্থ যেমন কর প্রসারণ করিতেছিল, অমনি এক তস্কর তাহার প্রসারিত করদ্ধয় বল পুৰ্ব্বক আকর্ষণ করিয়া, ছুরিকা প্রহারে তাহার প্রাণ সংহার করিয়াছে। সেই তস্করই এক্ষণে শত শত শত্রু সৈন্য সংহার পূর্বক তাহীদের শব সমূহে রাজমন্দির পরিপূর্ণ করিয়া, অস্খলিত পদে নিরাপদে ভ্ৰমণ করিতেছে, । এই শব্দ শ্রবণ মাত্র রাজবাহন সেই মত্ত হস্তী অারোহণ করিয়৷ আধোরণকে ভূমে নিক্ষেপ করিলেন, এবং অতিবেগে রাজভবনে গমন করিলেন । মত্ত হস্তীর অত্যন্ত বেগ দর্শনে ভীত হইয়া পদtভিকের পথ ছাড়িয়া দিল । রাজবাহম পুরী প্রবেশ করিয়া গম্ভীর স্বরে কহিলেন, কে সেই মহাপুরুষ, যিনি এই দুষ্কর কৰ্ম্ম সম্পাদন করিয়াছেন, আসুন, অামার পর্শ্বে এই হস্তী আরোহণ করুন, আমার পার্শ্বস্ত হইয়া দেব জানবের সহিত সমরে প্রবৃক্ত হইলেও, শঙ্কার সম্ভাবনা নাই । রাজবাহনের বচন শ্রবণে সেই তস্কর সহৰ্ষে তৎসন্নিকর্ষে আসিয়া অঞ্জলি বন্ধন করিল । হস্তিরাজ সঙ্কেত মাত্র গাত্র আকুঞ্চন করিলে, তস্কর অনায়াসে তৎপৃষ্ঠে আরোহণ করিল। আরোহণ কালে রাজবাহন তাহাকে নিরীক্ষণ করিয়া চিনিতে পারিলেন এবং হৃষ্ট হইয়া বলিলেন অয়ে প্ৰিয়বন্ধু অপহরবর্শা যে দেখিতে পাই । এই বলিয়া তিনি তাহণকে সাতিশয় সম্বদ্ধনা করিলেন ।