পাতা:দশকুমার.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꭽ দশকুমার তিরই নাম উল্লেখ করিল। রাজা এই কথা শুনিয়া ক্রোধে জ্বলিয়। উঠিলেন। আর কোন অহুসন্ধান না করিয়া তৎক্ষণাৎ অর্থপতির প্রাণ দণ্ডের আজ্ঞা দিলেন। তৎকালে ধনমিত্র কৃতাঞ্জলি হইয়া নিবদেন করিলেন মহারাজ ! এ ব্যক্তি প্রধান বণিকব ংশে জন্মিয়াছে, ইহার প্রাণদণ্ড করিবেন না, আমার অনুরোধ রক্ষা করুন । বরং সৰ্ব্বস্ব গ্রহণ পূর্বক নিৰ্ব্বসন বরিয়া দেউন । ধনমিত্রের এইরূপ সৌজন্য ও দয়ালুত দর্শনে সভাস্থতাবৎ লোক তাহীর ধন্যবাদ করিতে লাগিল। রাজাও পরম পরিতুষ্ট হইলেন। পরে অর্থমত্ত অর্থপতিকে সৰ্ব্বস্ব বর্জিত করিয়া সৰ্ব্বসমক্ষে দেশবহিঙ্কত করিয়া দিলেন। লুন্ধা কামমঞ্জরী সর্বস্বান্ত হইয়াছিল, ধনমিত্রের অন্তরোধে, অঙ্গরাজ তাহাকে অকুগ্রহ পূর্বক অর্থপতির অর্থের কিয়দংশ দিয়া বিদায় করিলেন । অনন্তর ধনমিত্র উত্তম দিন দেখিয়া নির্বিঘুে কুলপালিকার পাণিগ্রহণ করিলেন। আমি এইরূপে মনস্বামন সিদ্ধ করিয়া প্রিয়তম রাগমগ্র রীর সহিত সুখে কাল হরণ করিতে লাগিলাম । অবশ্যম্ভাবী ঘটনা কেহই লজ্ঞান বরিত পারে না । এবর ত্রি অামি প্রণয়িনী রাগমঞ্জরীর অনুরোধে তধিক সুর সেবন করিয়৷ অভ্যন্ত মত্ত হইলাম । মত্ত ব্যক্তিরা উত্তর কাল বিবেচনা না করি. য়াই সহস সাহস কৰ্ম্মে প্রবৃত্ত হয় । আমি মঙ্গভরে অধীর হইয়া রাগমgরীকে বলিলাম আদা রাত্রেই তোমার গুহ ধন পরিপূর্ণ করিব, এই কথা বলিয়াই তৎক্ষণাৎ উঠিলাম । প্রিয়তম আমাকে মত্ত দেখিয়া ব:রস্কার বারণ করিতে লাগিল । আমি ত হার নিষেধ ন মানিয়া অভিবেগে রাজপথে বহির্গত হইলাম । আমার হস্তে কেবল একখানি খড়গ ছিল । চৌর্য্যকার্যের উপযোগী আর আর উপকুণ লইতেস্থিত হইলাম। শৃগালিকা নামে রাগমঞ্জরীর দলী আমার পশ্চাৎ পশ্চাৎ অসিতে লাগিল । অবিলম্বেই কতগুলা প্রহরী পুরুষ আসিয়া আমাকে আক্রমণ করিল। আমি তখন অতিশয় মত্ত ছিলাম, তাহীদের দুই তিন জনকে খড় গাঘাত করিলাম। পরিশেষে দ ভরে অবসর-শীর হইয় ভূতলে পতিত