পাতা:দশকুমার.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপহারবার্ম চরিত। ৬৯ ঢৌকন প্রদান করিতেন। ক্রমশঃ তাহণদের সাতিশয় সৌহাদ বৃদ্ধি হইয়াছিল। একদা বসুমতীর সীমন্তোন্নয়নের নিমন্ত্রণে, মিথিলারাজ সপরিবারে মগধ রাজ্যে গমন করিলেন। গমন করিয়া, পরম মিত্র রাজহংস ও বসুমতীর সাক্ষাৎকার লাভে পরম সুখী হইলেন । তাহদের অস্থরোধে তথায় কিছুকাল অবস্থিতি করিতে লাগিলেন । এমন সময় মালব-রাজ মনসারের সহিত মগধরাজের ঘোরতর সংগ্রাম উপস্থিত হইল। দুর্ভাগ্য বশতঃ ঐ যুদ্ধে মগধরাজের পরাজয় হইল, এবং তাবৎ রাজ্য এককালে ছার খার হইয়া গেল। মিথিলারাজ স্বচক্ষে বন্ধুবিপত্তি দর্শন করিয়া সতিশয় দুঃখিত ও নিতান্ত কাতর হইলেন, কি করেন সপরিবারে প্রাণে প্রাণে সত্বর স্বদেশে প্রস্থান করিলেন । এখানে আসিয়া দেখিলেন ভ্রাতৃপুত্ৰ দুশ্চরিত্র বিকটবৰ্ম্ম বল পুৰ্ব্বকর্তাহার সিংহাসন অক্রমণ করিয়া রাজ্য করিতেছে, ধনাগার ও সৈন্য সামন্ত সমস্ত অণপন বশবৰ্ত্তী করিয়াছে। মিথিলারাজ আসিবামাত্র তাহাকে রাজ্য হইতে দূর করিয়া দিল। তিনি অসহায়, কি করেন, আপন রাজ্যে স্থান না পাইয়া, ভাগিনেয় সুহ্মরাজের সাহায্য লইবার বাসনায় সুহ্ম রাজ্যে যাত্রা করি. লেন। মকুষ্যের দুঃসময় পড়িলে, এককালে নানাবিপদ উপস্থিত হয়। মিথিলারাজ অতি দুৰ্গম অরণ্যমার্গে যাইতেছেন, হঠাৎ কতগুল দস্থ্য অসিয় তাহাকে আক্রমণ করিল। আমি উপহার এক পুত্রের ধাত্রী ছিলাম, আমার কন্যার্তাহার আর একটা পুত্রের প্রতিপালিকা ছিল। সেই ভয়ঙ্কর সময়ে কে কোথায় রহিল, কাহাকেও না দেখিয়া আমি বালক লইয়া পলায়ন করিতে লাগিলাম, ক্রমশঃ একাকিনী নিবিড় অরণ্যে প্রবেশ করিলাম। হঠাৎ একটা বিকটাকার ব্যাঘ্ৰ আসিয়া, আমাকে এমত লখাঘাত করিল, যে, তৎক্ষণাৎ মৃতপ্রায় ভূতলে পতিত হইলাম । অনতিদূরে ব্যাধের বাঘমারা কল পাতিয়া রাখিয়াছিল। ঐ কলে একটা মৃত কপিল নিদ্রিতের ন্যায় শয়ান ছিল । পুত্রটা আমার হস্ত ভ্ৰষ্ট হইয়া, ভাগ্যক্রমে ঐ কপিলার কক্ষদেশে পতিত ও