পাতা:দশকুমার.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b>\。 দশকুমার জন্মিল একদিন কথায় কথায় আমি তাহাকে তাহার জন্মাদি বৃত্তান্ত জিজ্ঞাস করিলাম । তিনি আমার সমক্ষে আত্ম-বিবর সবিস্তর বর্ণন করিলেন । g পুর্ণভদ্র । পুষ্পপুরের অধীশ্বর রাজ রাজহংসের, ধৰ্ম্মপাল নামে বুদ্ধিমান গুণবান মন্ত্রী ছিলেন। আমি তাহার কনিষ্ঠ পুত্র, আমার নাম কামপীল । আমি সংসর্গ দোষে ক্রমে ক্রমে অতিশয় ইন্দ্রিয়পরায়ণ ও যথেচ্ছাচারী হইয়া উঠিলাম। পিতা এবং জ্যেষ্ঠভ্ৰাত সুমিত্র, অামাকে সৎপথাবলম্বী করিবার নিমিত্ত বিস্তর চেষ্টা করিলেন । আমি কোনরূপেই তাহীদের মতস্থ হইলাম না । পরিশেষে স্বদেশ পরিত্যাগ করিয়া দেশ দেশান্তরে ভ্রমণ করিতে লাগিলাম। যদুচ্ছ ক্রমে এই কাশী ধামে আসিয়া উপস্থিত হইলাম । কাশীরাজ চণ্ডসিংহের কন্যা কান্তিমতী মদনারাধনার নিমিত্ত প্রমদ ৰনে গমন করিতে ছিলেন, আমি তাহার দৃষ্টিপথে পতিত হইলাম। আমাকে দেখিয়াই কান্তিমতী মোহিত হইলেন । আমিও তাহার অলৌকিক রূপ লাবণ্য দর্শনে নিতান্ত অধীর হইয়। উঠিলাম। অনন্তর কোন সুযোগে কন্যান্তঃপুরে প্রবিষ্ট হইয়। কান্তিমতীর সহিত মিলিত হইলাম। কিয়ৎকাল সহবাসের পর তিনি গর্ভবতী হইয়া একটা পুত্র প্রসব করিলেন । এই গোপনীয় ব্যাপার পাছে প্রচার হয় এই ভয়ে, এক পরিচারিণী সেই সন্তানটী ক্রীড়া-পৰ্ব্বতে রাখিয়া আসিল । এক শবরী তথা হইতে সন্তানটী লইয়। শ্মশানে নিক্ষেপ করিতে গেল। আসিবার সময় রাজপথে রক্ষিক পুরুষেরা তাহাকে ধরিয়া, সেই নিশীথ সময়ে শ্মশান গমনের কারণ জিজ্ঞাসা করিল। শবরী প্রথমে গোপন করিয়াছিল, কিন্তু রক্ষিকেরা তর্জন গর্জন ও ভয় প্রদর্শন করাতে সে, সমুদয় গোপনীয় ব্যাপার প্রকাশ করিয়া ফেলিল । আমি তৎকালে ক্রীড়াপৰ্ব্বতের গুহ গৃহে শয়ন করিয়াছিলাম, শবরী আমাকে দেখাইয়। দিল । রক্ষিকের আমাকে ধরিয়া রাজ-গোচরে উপস্থিত করিলে, তিনি তৎক্ষণাৎ আমার প্রাণ সংহারের আদেশ করিলেন । ঘাতকের অামাকে লইয়। শ্মশানে উপস্থিত করিল। এবং আমার শির