পাতা:দশকুমার.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থপাল চরিত। ԵՋ করিয়া, আমার প্রতি যথেষ্ট অস্থগ্রহ প্রকাশ করিয়াছ। কিন্তু আমি তৎকালে বুঝিতে না পারিয়া, তোমার প্রাণ বধের আদেশ করিয়া অপরাধী হইয়াছি। এক্ষণে আমার অপরাধ মার্জন কর, প্রসন্ন হও । কান্তিমতী কি, সমস্ত রাজ্যই তোমার হস্তে সমর্পণ করিলাম। এই বলিয়া চণ্ডসিংহ বিনয় করিতে লাগিলেন । আমি তাহার বিনয়ের বশীভূত হইয়া খড়গ পরিত্যাগ পূর্বক তাহাকে অভয় প্রদান করিলাম। অনন্তর,প্রিয়তম কান্তিমতীর গৃহে গমন করিয়া দেখিলাম, তারাবলী তাহার সমক্ষে তাহার ও সন্তানটর পূৰ্ব্ব জন্মের বৃত্তান্ত বর্ণন করিতেছেন। বিরহ-কাতরা কান্তিমতী অকস্মাৎ আমাকে দেখিয়া সাতিশয় আঁঙ্কাদিত হইলেন। আমি তাহাদের উভয়ের সহিত পরম সুখে নিশা অবসান করিলাম । পরদিন রাজা চণ্ডসিংহ অমাত্যবর্গ ও প্রধান প্রধান পোররগকে আহবান করিয়া সৰ্ব্ব-সমক্ষে আমার সহিত আপন কন্যার বিবাহ বিধি যথাবিধি নিৰ্ব্বাহ করিলেন । এবং আমার উপর সমস্ত রাজকাৰ্য বিষয়ক মন্ত্রণার ভার সমর্পণ করিলেন । তদবধি অামি মন্ত্রি-কাৰ্য নিৰ্ব্বাহ করিতেছি । দেব ! পুর্ণভদ্র, অামার পিতার এই বৃত্তান্ত কহিয়া, পুনৰ্ব্বার বলিতে লাগিল সৌম্য ! আমি যে কারণে রোদন করিতেছি, শ্রবণ কর । রাজা চণ্ডসিংহ বৃদ্ধাবস্থা প্রযুক্ত রাজকাৰ্য পর্যালোচনায় অসমর্থ হইয়া জ্যেষ্ঠপুত্র চণ্ডঘোষকে যৌবরাজ্যে অভিষিক্ত করিলেন। দুর্ত গ্য বশতঃ তিনি ক্ষয়রে গগ্ৰস্ত হইয়া অল্পকাল মধ্যেই মৃত্যু-হস্তে পতিত হইলেন। কিছুকাল পরে চণ্ডসিংহও লোকযাত্রা সম্বরণ করিলেন। চণ্ডসিংহের কনিষ্ঠপুত্ৰ সিংহঘোষ তৎকালে পঞ্চম বর্ষীয় বালক, কামপাল তাহাকেই রাজ্যাভিষিক্ত করিলেন । এবং তাহাকে সুশিক্ষিত ও সচ্চরিত্র করিবার নিমিত্ত যথেষ্ট চেষ্টা পাইলেন । কিন্তু তাহার সমুদায় চেষ্টা বিফল হইল। সিংহঘোষের ৰয়োবৃদ্ধি সহকারে কেবল দোষেরই বৃদ্ধি হইতে লাগিল। তিনি যৌবনাবস্থা প্রাপ্ত হইলে, কতগুলা অসৎ লোক তাহার সহচর হইল । তাহার কামপালের উপর তাহার বিদ্বেষ-বুদ্ধি জন্মাই