পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 জ্ঞান শিক্ষা করিলেন। বোধ হয় সে দেশ আরবী দেশের পশ্চিমে ছিল । আর শীলমোন রাজা য়িন্ধশালম নগরের অন্তরস্থিত মরীয় নাম পৰ্ব্বতোপরি সুপ্রসিদ্ধ এক মন্দির ও নিৰ্ম্মাণ করিলেন ঐ মন্দিরেতে মুসার নিৰ্ম্মিত ধৰ্ম্মকোষ রাখা গেল এব০ সেখানে বলি নৈবেদ্যাদি উৎসর্গ করা যাইত যেহেতুক ইয়াএল দেশের সর্বাঞ্চল থাকিয়া এৰুি লোক প্রতিবৎসরে ঐ মন্দিরে আসিয়া ঈশ্বরের ভজন করিত। সে সময়ে রাজ্য শাসনাদি উত্তমরূপে কর। যাইত আর স্বদেশ রক্ষার্থে ও শত্ৰু নিবারণার্থে সৈন্যগণ সদা প্রস্তুত থাকিত এবণ মহাজনের রক্তসাগর দিয়া হিন্দুস্থানে গমনাগমন পূৰ্ব্বক যে বাণিজ্যাদি কৰ্ম্ম করিত সে রাজার এবণ প্রজাগণের অতি ধনবৃদ্ধি ও কুশলের কারণ হইল। অনেক কুলীন লোক সাঁয়োন পৰ্ব্বতে দিব্য অট্টালিকা নিস্মাণ করিল। আর রাজা কএক অতি সুন্দর নগরাদি পত্তন করিলেন ইহার মধ্যে এব্রি ভাষায় তাদমোর কিন্তু গ্ৰীক ভাষায় পলমীর অর্ণাৎ তালতুল্যসুন্দর এতমাম এক অপূৰ্ব্ব নগর সূরিয়া দেশের পূর্বদিগে স্থাপিত ছিল সে নগর অতিশয় প্রসিদ্ধ হইয়া উঠিল কিন্তু কালক্রমে উচ্ছিন্ন হইলে এথনাবধিও বালুকাময় মাঠের মধ্যে তাহার পতিত স্তম্ভাদির ছিন্নভিন্ন অ°Nশ দেখা যাইতেছে। শল- . মোন রাজার রনজত্বকালে ইসরাএল রাজ্যের অতিশয় গৌরব ও কুশল দশ হইল আর রাজা যদি ঈশ্বরের ব্যৱস্থানুসারে রাজ্যশালুনে উদ্যত থাকিতেন তাহার সে কল্যাণ কোন ক্রমে হ্রাস ন পাইয়। বরণ আর ও বাড়িত।