পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

109 পূরণ করশার্থে কোন সন্ধান্ত লোককে পাঠান না বরণ ঈশ্বরের পরাক্রম ও শক্তি প্রকাশ দশন করাতে আপনার ঐশ্বর্য ও গৌরৰ বিস্মরণ পূৰ্ব্বক আপনি কুণ্ডের নিকটে গমন করিয়। শাদুথি অ্যাদি তিন জনকে উচ্চৈঃ শব্দে ডাকিয়া বাহিরে আসিতে বলিলেন। তৎক্ষণাৎ যুবার অমির মধ্য হইতে বাহির হইয়া আইল তাহাতে রাজকুমার সকল ও মন্ত্রিগণ ও কুলীন ব্যক্তি সমূহ ভিড় হইয়া তিন জনকে নিরীক্ষণ করত রিসায়াপন্ন হইয়া রহিল যেহেতুক যুব ব্যক্তিদের দেহবন্ধন মাত্র অগ্নিতে পুড়িয়া গিয়াছিল বস্ত্রের এক সূঙ্গ ও দক্ষ হয় নাই এৰণ মস্তকের কেশও পুড়িল না ইহা দেখিলে পর রাজা সৰ্ব্বপেক্ষ মহান যে স্বগের ঈশ্বর পরমেশ্বর তাহারি স্তুৰ করিতে আরম্ভিলেন কারণ তিনি জ্বভক্ত দিগকে অগ্নির গ্রাসেতেও উদ্ধার করিয়াছিলেন। পরে শাদ্রাথ আদি তিন জনের সেবিত পরমেশ্বরের জুল্য অার কোন ঈশ্বর নাই তিনি ইহা স্থির করিয়ম বলিয়। কেহ যদি তাহার রি-. রুদ্ধে কথা মাত্ৰ কহে এমন দুঃসাহসির প্রতি ধমক পূৰ্ব্বক অতি শক্ত দণ্ড প্রতিজ্ঞ করিলেন। শেষে রাজা নবুখদনজ্জর ঐ তিন জন য়হদি লোককে পূৰ্ব্বাপেক্ষ আর ও উন্নত করিয়া বাবুলন দেশেতে উত্তমোত্তম পদে নিযুক্ত করিলেন - তাহাতে • তাহাদের সস্তুম ও ঐশ্বৰ্য্য প্রতিদিনে বাড়িতেছিল। যুদ্ধাদের এন্ধপ সুদশা হওয়াতে তাছাদের ম্বেষযুক্ত বৈরি সকল অবশ্য হতাশ ও লজ্জা ৰিশিষ্ট হইল কিন্তু দাসত্বাপন্ন য়হুদি লোক সমুদয়ের