পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

7 কিন্তু খেদের বিষয় এই শলমোন পূৰ্ব্বদিকের আর ২ রাজাদের ব্যবহৃত মতানুসারে ব্যবহার করিয়া চতুৰ্দিগ স্থিত ভিন্নদেশীয় নানা স্ত্রীকে সম্ভোগার্থে রাখিলেন এৰণ সে স্ত্রীলোকের পুত্তলারাধনাতে রত। প্রযুক্ত তাহাদের অনুরোধে রাজ অনেক দেবালয় নিৰ্মাণ করাইয়। তত্ত্বদালয়ে মিথ্যা দেবোদেশে বলি নৈবেদ্যাদি উৎসর্গ করিতে অনুমতি দিলেন তাহাতে য়হুদি লোককেও ৷ দেবপূজা করণে প্রবৃত্ত করিয়া দিলেন। রাজার সেই পাপের উপযুক্ত শান্তি দিবার অভিপ্রায়ে ঈশ্বর তাহার রাজ্যের এক ভাগ লইয়। পুএকে না দিয়া অন্যকে fদৰেন ইহা প্রতিজ্ঞা নিশ্চয় করিয়া জানাইলেন অতএব শলমোন রাজার লোকান্তরগমন করিবা মাত্র ঐ প্রতিজামতেই ঘটিল। শলমোন রাজার পুএ রহবোয়ম রাজা অতিশয় অৰুদ্ধি ও দৌরাত্ম্য প্রকাশদ্বার প্রজাগণের অত্যন্ত বৈরক্ত্য জন্মাইলেন তাহাতে যুদী ও বেন্যামিন এই मूह গোষ্ঠী ব্যতিরিক্ত ইসরাএলিদের আর ২ গোষ্ঠী সকল তাহাকে ত্যাগ করিয়া স্বতন্ত্র হইয়া শলমোন রাজার এক জন অনুচর হইয়াছিল যে য়িরৰোয়ম তাহাকেই রাজপদে অভিষিক্ত করিল। তাহ দ্বারা ইস্রাএলের রাজ্যোৎপত্তি হইল ; আর তৎকালাবধিৰ্ম্মদ ও ইলরাএল উভয় রাজ্যের লক্ষ্মযোগ কখন হয় নাই । ঈশ্বরের প্রতিজ্ঞানুসারে বাবুলনীয়ের যে পর্যন্ত যুদ। দেশকে পরাস্তু না করিল সে পর্যন্ত তদেশের পরম্নর