পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

119 করা যাইতেছে। আর তুরনিবালিরা আপনার ও অনেকানেক বাণিজ্য দ্রব্য নিৰ্ম্মাণ করিত বিশেষতঃ অতি সূক্ষ্ম এক প্রকার উত্তম সূতার কাপড় বপন করিয়া তাহার উত্তম বিগুনিয়া র দিত সে রণকে ভূমিমধ্য সাগরে প্রাপ্ত শমূক বিশেষের নির্গত রস জানিব। ইথোবল নাম তুরের তৎকালীন যে রাজ ইনি অতিশয় । অহঙ্কত এব• পরাভিমানী উঠিলেন এব^ য়িজকিএল ভাৰিকথক যেমন কহিয়াছেন ইনি আপনাকে দানিএল অপেক্ষাও বুদ্ধিমান ৰোধ করিতেছিলেন অনুমান হয় ইনি পূৰ্ব্বকালীন আপনার একনাম অন্য এক জন জুরের রাজার ব^শোম্ভব। যিজবেল নাম ঐ ইথবেলের এক কন্যা য়হুদি রাজা আহাবের স্ত্রী হইয়াছিলেন এব- তাহার দাঁদে নাম্নী এক পুত্রী ক্লোন কারণে কএক জন স্বদেশীয় সমভিব্যাহারে পলায়ন করিয়া আফুিকার মধ্যে কার্থজি নাম এক প্রসিদ্ধ নগরের পত্তনারম্ভ করিয়াছিলেন, তৎকালে আশিয়ার অধিকা৯শ নবুখদনছরের শাসনাধীন হইয়াছিল তাহাতে তিনি ভূঁর নগরের লোককে বাণিজ্য ব্যাপার দ্বারা আপন ঐশ্বৰ্য্য বৃদ্ধি করত,শান্তিভাবে থাকিতে অসম্মত হইবেন না এমন অনুমান করণের সম্ভাবনার স্থান ছিল বটে কিন্তু ইনি আর ২ ভূপতি ও সেনাপতিগণের ধারাবাহিক মতে ব্যবহার করিয়া যদৰধি যে কোন স্থান আপনার বশে না থাকুে তদবধি মনের তৃপ্তি হইল না এতদ্ভিন্ন পরমেশ্বর ও তুর নগর বিনষ্ট হইবে