পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

147 দিলেন তাহাতে পণ্ডিতেরা স্ব ২ অধ্যয়নশালা ও দেবালয় ত্যাগ করিয়া রাজার আদেশ মতে প্রস্তুত হইয়া দাড়াইল পরে রাজ্য আপন স্বপুদৰ্শন বৃত্তান্ত করিয়া জানাইলেন কিন্তু পণ্ডিতের উদ্বিগ্নমনাঃ হইয়া পরল্পরের মুখ দেখিতে ২ অবাকৃ হইয়া রহিল শেষে তাহারা অর্থ করিতে না পারাতে রাজ দানিএলকে ডাকিতে এক জন দূতকে পাঠাইলেন তাহার ৰেল দেবতার নামানুযায়ি বেলটিশাসার নাম রাখা গিয়াছিল ইনি তৎকালে পঞ্চাশ বৎসরাধিক বৎসরের মানুষ ছিলেন এবণ রাজকুমারের তুল্য ভু বস্ত্রপরিহিত হইয়। আইলেন অনুমানে সে বুটার কাপড় নিৰ্ম্মিত লম্বা উড়নীৰৎ বস্ত্র ছিল। আর অনেক কালাবধি রাজকৰ্ম্ম করণ প্রযুক্ত তাহার আস্য বৈভণ্যদ্বারা বোধ হইল তিনি সুধীর ও স্থিরধী ৰটেন কিন্তু ঈশ্বরুনিষ্ঠ ও পরহিতৈষিতা জানিত কোমলতা ও মিষ্ট বদনদ্বারা তাহার সুশান্তভাৰও পুকাশ পাইল আর আহারাদিতে পরিমিতাচার পুযুক্ত তাহার সুপ্রফুল্লতা ও শারীরিক স্বাস্থ্য বৃদ্ধি হইয় ছিল অর্থ তিনি যৌবনকালাবধি তাবৎ জগতের মধ্যে সৰ্ব্বাপেক্ষ পরাক্রান্ত ষে মহারাজ তাহার সভাস্থ হইয়া থাকিতেই অতিশয় শিষ্ট ও পুতাপশীল ও মহাপদোপযুক্ত ব্যক্তির ন্যায় চালি দেখাইলেন। নিকটাগত হইলে পর তিনি রাজার সম্মুথে পুৰিপাত হইয়া রাজাজ্ঞাপেক্ষায় থাকিলেন তাহাতে রাজা এ কথা বলিলেন “হে বেল্টিশালার তুমি গণকাগ্রগণ্য তুমি পরম পুণ্য দেবতাদের আত্মাবিশিষ্ট আর তোমার অজ্ঞাত কোন