পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

149 গুপ্ত বিষয় নাই তাহ জানি অতএব ভূমি আমার স্বপুদশনের ভাব ভাল বুঝিয়। তদৰ্থ করিয়া বল” রাজা ইহ। কহিয়া স্বপু দৰ্শন জানাইয়। বলিলেন “ আমি স্বপুযোগে আরো উক্ত সকল দেখিয়াছি অতএব হে বেল্টিশাসার তুমি ইহার অর্থ বুঝাইয় দেও যেহেতুক আমার রাজ্য সমুদায়ের মধ্যে যত পণ্ডিত আছেন তাহারণ আমাকে তদৰ্থ জানাইতে পারিলেন না কিন্তু তুমি দৃষ্ট স্বাপুের ভাব অৱশ্য বুঝাইতে পারিবে কারণ তুমি পরম পুণ্য দেবতাদের আত্মাবিশিষ্ট আছে ” । o তাহাতে দানিএল রাজার স্বপু বৃত্তান্ত সমস্ত শুনিলে পর ঈশ্বরের শক্তিতে তাহার ভাবাৰ্থ বুঝিয়া অতি চমৎকৃত এব^ উদ্বিগ্নমনাঃ হইয় রছিলেন যেহেতুক নবুখদনজর তাহার প্রতি অতিশয় মিত্রবদাচার ও উপকারিতা করিয়াছিলেন এৰণ বহু ধন দান পূৰ্ব্বক তাহাকে সুসম্ভান্ত করিয়া রাথিয়াছিলেন আর তাহাকে বুদ্ধিমন্ত ও বিশ্বস্তু জ্ঞান করিয়া বাৰুলন প্রদেশের গুরুতম পদে ও নিযুক্ত করিয়াছিলেন অতএব তাহার প্রতি এত প্রণয় প্রকাশ করিয়াছিলেন যিনি এব• আপনি ও নিষ্কপটৰূপে যাহাকে প্রেম করিতে ছিলেন ঈশ্বর সেই রাজার দৃষ্ট রূপ আতি ভয়ানক বিপদ ঘটাইৰেন ইহা কি প্রকারে তাহাকে বলিতে পারিতেন অতএব তিনি পূৰ্ব্বোক্ত ঘটনা সকল ভাবিতে ২ মহাভয়ে স্তব্ধবৎ হইয়। কিছুকাল অৰাকৃ হইয় রছিলেন পরে রাজা তাহাকে আশ্বাস দিয়া বিনা ভয়ে, এব। অনুদ্বেগে ঈশ্বরের আদেশ মাত্র জানাইতে