পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

171 আর ঐ দেশে সৰ্ব্বপ্রকার সুগন্ধি গুলা ফলের উৎপত্তি ওহয় অতএব তাহ দিয়া এব^ অতিব্যাপক আর ং সুসুন্দর লতা বৃক্ষ সমূহ দিয়া ক্ট ষ্টকময় প্রাচীরের গা ঢাকা দেওয়া অতি সহজ তাহাতে সোপানবৎ উপর্যুপরি হইয়া স্থিত যে চাতাল শুেদী সে পুসুপত্রাদিতে ঐক্লপ আচ্ছাদিত হইয়। নিবিড় বনাবৃত স্তণ্ডাকৃতি এক পৰ্ব্বতের ন্যায় দেখা দিল। আর চাতালের যে ২ খোলা ভূমি স্থলে রৌদ্র লাগেসেল ২ স্থলে ও উত্তমোত্তম ফলের গাছ বাড়িয়া উঠিল অনুমান ফারসি ভাষায় সত্ত্বালু নামধেয় যে অতি সুমন্ট ফল সেও সেখানে উৎপন্ন হইল আর বদরী ফল এ প\ অমৃতৰৎ রসময় আর এক ভিন্ন প্রকার উত্তম ফল আর বাদাম ফল এবণ অণ্ডাকৃতি ও সুপীতবর্ণবিশিষ্ট যে কাচুয়া নিয়ুকে শলমোন রাজা স্বর্ণময় শিব ফলের সহিত তুলনা দিলেন সেই ফল এবণ দুদ ফল ও তরবুজ ও ফুট ও কচু ইত্যাদি লট বৃক্ষের ফল এই ২ ফল সমস্ত ও কৃত্রিম পৰ্ব্বতের উদ্যান মধ্যে পাওয়া গেল। আর মেথনকার স্থানে ২ নানা পুন্নুেৎপত্তি ও হইল কোন পুয়ের গাছ কুঞ্জের তলম্ব ঘাস মধ্যেই বাড়িয়া উঠিল কোনং বা পথের ধারায় শ্রেণীবদ্ধ হইয়া বাড়িল এৰ^ মধ্যে ২ কুসুম বৃক্ষ সমূহের বীচতলাও দেখা হইল। তাহাতে বুঝি অতিশয় সুগন্ধ রূপ মেঘ বৃদ্ধি ও ইন্দ্ৰধনুকের ন্যায় কান্তিবিশিষ্ট নানা ফুলের মনোরম্য শোভাপ্রকাশ হইল । আর সে স্থলের ফুলবাড়ীতে ভূমরগণ নিত ভূমণ করত পুকুরেণু সমগ্রহ করের মৌচাকে ২ লইয়। যাইত এৰ৯