পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

173 সুমুদর পক্ষবিশিষ্ট প্রজাপতি মক্ষিক গণ পক্ষ বিস্তার উত্নয়মান হইত। তভিন্ন সুকাম্ভিযুক্ত পাশ্লাবিশিষ্ট উত্তমং পক্ষিগণ সেখানকার বৃক্ষ ভালে নীড় নির্মাণ করিয়া মধ্যে ২ সুস্বর করিতেছিল যেহেতুক সে দেশই ময়ূর ও বুলবুল ও স্বৰ্গপার্থী ও বনকুকুট ইত্যাদি সুন্দর পক্ষি জাতির জন্মভূমি আছে। - আর বৃক্ষ সকলে জল সেচনার্থে নদীর জল অনেক নলৗপথ দিয়া সৰ্ব্বোপরিস্থ চাতাল পর্যন্ত ও আগত হইয়। সে চাতালস্থিত এক বৃহৎ জলাশয়েতে রমকী দিয়া উঠিয়া নিত্য ২ পড়িতেছিল এব০ সেখান হইতে সে কি জানি কোন বিশেষ কলম্বারা বৃষ্টি ২ সূক্ষ্মীভূত হইয়। উদ্যানের সন্দ্রস্থলেই পড়িয়া বহিতেছিল। অনুমানে নৰুশ্বদনৰ্জ্জর ঐ উদ্যানের উচ্চতম চাতাল স্থলে ভুমণ করত অধঃস্থিত স্বরাজধানীতে অবলোকন করিতেছিলেন যেহেতুক এমন উদ্বুদ্ধানে থাকিলে অনেক ক্রোশ দূর পর্যন্ত ও নগরাদি স্থল সমস্ত কাহারে দৃষ্টিগোচর হওয়া সম্ভবে কিন্তু অতিশয় নিম্ন প্রযুক্ত সকলি ক্ষুদ্রতর অবশ্য দর্শিল তাহাতে বুঝি নগরের প্রতি চকের প্রশস্ত পথ কোন উপবনের সরু পথের ন্যায় অ প্রশস্তুই দর্শিল আর যে লোকেরণ তৎকালে স্ব ২ কৰ্ম্মানুরোধে কিম্ব। কোন সুখানূেষণে তত্তৰ পথ দিয়া গমনাগমন করিতেছিল তাহার। কেবল খেলা করে অথবা বাল্যকালের উপযুক্ত আর কোন ব্যাপার করে এমন ক্ষুদ্র বালকের মত খাটই দৃষ্ট হইল ।