পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

13 নগর নিৰ্ম্মাণ করাইয় তাহ স্বরাজ্যের রাজধানী করিয়া রাথিলেন । ফিলিষ্টিয়া দেশের পূৰ্ব্ব ও উত্তরপূৰ্ব্ব এ দুই দিকে তিন শত ক্রোশ দূরে মহাপরাক্রান্ত আর রাজ্যদ্বয়ছিল। উত্তর দিকের রাজ্য অসদুরিয়া নামে খ্যাত সে তৎকালে তিঃাথপিলেসর অথবা অনেক উপাথ্যানের লিথনানুসারে অৰ্ব্বকৗস নামক মহারাজ কর্তৃক শাসিত হইতেছিল। এতৎপশ্চিমে স্থিত যে রাজ্য সে বকুলোনিয়া নামে প্রসিদ্ধ আর তাহার তৎকালীন রাজার নাম কেহ ২ বেলেসিস্ কেহ ২ বা বালাদিন কেহ ২ বা নাবোনসুর করিয়া লিথিয়াছে । কালক্রমে ইস্রাএল ও যুদ্ধ। উভয় দেশের লোক সকল প্রতিমা পূজাতে অতিশয় তৎপর ও পাপিষ্ঠ হইয়া উঠিল অতএব পরমেশ্বর তাহাদের উচিত দণ্ড দিবার মানস করিয়া স্থির প্রতিজ্ঞ করিলেন কিন্তু উভয়ের মধ্যে ইসরাএলি লোৰুদিগকে বিশেষ রূপে শশন্তি দিতে নির্ণয় করিলেন যেহেতুৰু তাহারাই অতিশয় পাপ প্রযুক্ত বিশেষৰূপে দণ্ডাই হইল। অতএব ঐ অভিপ্রায়ে প্রথুমে ইস্রাএল দেশের তৎকালীন রাজা যে পীক তাহাকে রেজন নাম সুরিয়া দেশের রাজার সঙ্গে ঐক্য হইয়। যুদ। দেশের আহাজ রাজার প্রতি যুদ্ধ করিতে প্রবৃত্ত করিয়া দিলেন তাহাতে ঐ দুই রাজা অসত্ত্ব সৈন্য সঙ্গে করিয়া লইয়া রিশালম নগর আক্রমণ পূর্বক অাঁহাজরাজাকে ধরিয়া-নষ্ট করিয়া অন্য কোন ব্যক্তিকে তৎপরি