পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

191 প্রতি কেৱল প্রেমাবিষ্ট ও ভক্তিশালী ও আদরকারী হইয়াছেন সে কেমন হইল ? মহা বাবুলনিয়ার শাসনকর্তৃ যিনি তিনি কেমন করিয়া ঐ রূপ স্বভাবান্তর হক্টয়াছেন? হে পাঠকগণ আমার এ বিষয়ে স্থির বোধ আছে তিনি কেবল ঈশ্বরের সদাত্মাবেশ দ্বারা আপনাকে পাপি জ্ঞান করিয়া পূৰ্ব্ব সেবিত মিথ্যা দেবপূজা ও অহঙ্কারাদি ত্যাগ পূৰ্ব্বক সত্য ঈশ্বরকে প্রেম ও ভক্তি করত তাহারি আজ্ঞ। পালনে রত হইয়াছেন। আর মনুষ্যের ধৰ্ম্মাধৰ্ম্ম বিবেচনা করিয়া পাপত্যাগ করে এনিমিত্তে মধ্য ২ কোন দৈব ঘটনাতে তাহদের অনেক প্রকার উৎপাত ও দুঃখোপস্থিতি হয় বিধি কি না ঈশ্বরের মন গতি চলন। পরে নবুখদুমজর পুনৰ্ব্বার রাজ্যপ্রাপ্ত হইলুে রাজ্যের পূর্বাপেক্ষাও অধিক সুদশা ও ঐশ্বৰ্য্যবৃদ্ধি হইয়া উঠিল । অতএব তিনি পূৰ্ব্বাপেক্ষ উত্তম বুদ্ধি ও সন্মুখ ও নমুত ও প্রজাগণের প্রতি দয়া প্রকাশে রাজ্য শাসন করিতে রহিলেন এ সম্ভব আর এলিমেরোদাথ নাম স্বপুএ তাহার জ্ঞানলোপাবস্থাকালে রাজপ্রতিনিধি হক্টয়া উচিত মতে রাজ্য শাসন করেন নাই এ জন্য তিনি সুস্থ হইলে পর পুত্রকে কারাগারেতে বদ্ধ করিয় তাহার উত্তম শান্তি দিলেন কোন ২ রাজোপাখ্যানকৰ্ত্তাদের লিখনম্বারাই ইহা জানা যায় অনুমানে য়িছোয়াখন নাম যে যুদ দেশের রাজা প্রায় ছত্রিশ বৎসর কারাগারস্থ হইয়াছিলেন তায়ারি সহিত রাজকুমার এক স্থানেতে বদ্ধ হইয়া রহিল।