পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

229 ব্যবহৃত অক্ষরতুল্য নহে । তাহাতে রাজ। ঐ রূপ অলৌকিক দর্শন দ্বারা আপনার এৰo রাজ্যের বিপক্ষে আগামি কোন বিপদ সূচনা হয় ইহঁ সম্ভব জ্ঞান করিয়া অতিশয় ক্ষুব্ধমন এৰণ সNশয়যুক্ত হইলেন শাস্ত্রেতে লেখা আছে “ তিনি বিকৃতমুখ ও ব্যাকুলমনাঃ হইলেন এব^ তাহার কঙ্কালের গ্রন্থিদ্বয় ভয়েতেই অবশ হইবাতে দুই জানু পরল্পরে লাগিয়া ঘনঘন কাপিয়া রহিল। পরে রাজা উচ্চৈঃস্বরে ডাকিয়া থলদীয় কিনা জ্যোতির্বেত্ত ও দৈবজ্ঞ ও জানগণকে উপস্থিত করিতে আজ্ঞা দিলেন এবN রাজা বাবুলনস্থ জ্ঞানিদের প্রতি আজ্ঞা দিয়া কহাইলেন তোমাদের যে কেহ এ লিখিত অক্ষর পড়িতে পারিয়। তাছার ভাষার্থ জানাইয়া দিৰে সে রক্তবর্ণ দিৰাবন্ত্র পরিহিত এব^ গলায় স্থিত স্বর্ণের হারবিশিষ্ট হইয়া তাবৎ রাজ্যের তৃতীয় কর্তৃপদে নিযুক্তই হইবে তাহাতে রাজার অধীনে আছে যে জ্ঞানী সকল তাছার বিদ্যমানে আগত হইল কিন্তু লিথিত অক্ষর পড়িতে এবং তদৰ্থ বুঝাইতে কোন ক্রমে পারিল ন৷” এ নিমিত্ত রাজার মনোদুঃখ আরো বাড়িল আর অদ্ভুত লিখনে আপনার প্রতি কোন দৈৰ তাড়ন বোধ হইলেও ইহার বিশেষ ভাৰ বুঝিতে এব০ সে কত কালের মধ্যেই বা ঘটিবে ইহা জানিতে না পায়াতে তিনি প্রায় মৃত ব্যক্তির ন্যায় বিবর্ণবদন হইলেন তাহাতে রাজসভাস্থ কুলীনের পরল্পর মুখ দশন মাত্র করত অভিত্রস্তমন হইয় রছিল।