পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

253 উপবাস করিয়া ঈশ্বর আপন ভক্ত লোককে স্মরন্থে রাথিয়া তৎপ্রতি প্রসন্নদৃষ্টিপাত যেন করেন এব^ উহাদিগকে স্বদেশে পুনর্যাত্রা করিতে অনুমতিও দেন এৰূপ প্রার্থনা করণে উদ্যত হইলেন তাহাতে প্রতিদিনের দিব্য পরিচ্ছদাদি ও দুর্মুল্য উষ্ণীষ কিনা শিরোবন্ত্র অর্থাৎ পাগড়ীকে ত্যাগ করিয়৷ তৎকালীন বিলাপকারিদের রীতিক্রমে কেবল অজলোম নির্মিত এক প্রকার চট কাপড় পরিধান পূর্বক মন্তকেতে ভষ্ম মাথিয়া উপবাসী হইয়া রহিলেন সে সময় তিনি স্বদেশীয়দের কৃত পাপ সমূহ স্বীকার পূর্বক ঈশ্বরের স্থানে ষে প্রার্থনাবাক্য কহিলেন সে এরুপ যথা । “হে মহান ও ভয়ঙ্কর ঈশ্বর পরমেশ্বর ভূমি আপন প্রেমেতে ভক্ত ও আজ্ঞাকারিগণ প্রতি সদা প্রতিজ্ঞাপালক ও দয়াকারী বট কিন্তু আমরা পাপ ও অধৰ্ম্ম ও অযাথার্থ করিয়াছি এব^ বিপরীতাচারী হইয়। তোমার আজ্ঞ সকল ও ব্যবস্থা পালন করি নাই; আর তোমার নিত্য সেবাকারি . আচাৰ্য্যগণ তোমার নামে আমারদের রাজা সকলকে এবণ কুলীনবর্গ ও পিতৃগণ ও দেশস্থ সাধারণ লোককে যে ২ উত্তম পরামর্শ দিয়াছিল তাহাতেই মনোযোগও করি নাই হে পরমেশ্বর তুমি যাথার্থিক বট কিন্তু অামারদের কেৰল আদ্যকার এ লজ্জাতেই অধিকার হইয়াছে হল তোমার আজ্ঞা বিরুদ্ধে-স্কৃত স্ব ২ পাপকৰ্ম্ম জন্য নান। দেশবিদেশে তাড়িত হইয়া বাস করে কি দূরন্থ