পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

259 ঈশ্বর বিনতি শুনিয়1 রক্ষণ করাহ হে ঈশ্বর আপনার মহিমার্থে বিলম্ব করিও না যেহেতুক পূণ্য নগর এবণ এলোক সমূহ তোমারি নামযুক্ত আছে,”। দানিএল মুনি দেশবিদেশে প্রবাসী এব^ নানা উৎপাতে ক্লিষ্ট আপন সদেশীয়দের সান্তুনার্থে ও রিশালমে স্থিত মহা মন্দিরের পুনর্নির্মাণার্থে ঐৰূপ ব্যগ্রতা ও বুেহ প্রকাশ পূর্বক প্রার্থনা করিতেই গাব্রিএল নাম এক স্বর্গদূত তাহার স্থানে দেখা দিয়া তোমার ইষ্টসিদ্ধি হইবে এমন দৈৰ সম্বাদ দিতে ঈশ্বরিক আজ্ঞা পাইলেন তাহাতে গাব্রিঞ্চল যে স্বৰ্গধামে ঈশ্বরীয় লি৭হাসন সন্নিধানে সদ। প্রস্তুত আছেন তাহ ছাড়িয়া দ্রুতগতি করিয়া বৈকালের প্রায় এক প্রহর বেলা মুনির স্থানে উপস্থিত হইলেন। যেহেতুক পূৰ্ব্বে ও সেই ৰেলা রিশালমের মন্দিরেতে অপরাহন্তন যজ্ঞাদি নিত্যক্রিয় করার রীতি ছিল। তাহাতে আগত হইলে পর স্বর্গদূত মুনিকে স্নশ করিয়া কহিলেন “ হে দানিএল আমি তোমার দৈবজ্ঞান ও বুদ্ধিগুদ্ধি দিতে এখনি আসিয়াছি আর তুমি প্রার্থনারম্ভ করিতেই আমি আজ্ঞা লইয়া তোমাকে ভাবি বিষয় জানাইতে আইলাম কারণ তুমি অতি প্রীত ব্যক্তি আছ অতএব তুমি উক্তব্য বিষয় মন দিয়া বিচার করিয়া বুক । পরে স্বর্গদূত এই ২ জানাইয়া কহিলেন বিশেষতঃ য়িহুদিরা কিঞ্চিৎকালগৌণে স্বদেশে ফিরিয়া যাইয় পুণ্য নগর সারাইয়। উচ্ছিন্ন মন্দিরকেও পুনঃস^স্থাপন করিবে আর নগর এব^ মন্দির সারিত পর সপ্ততি সপ্তাহ পর্যন্ত