পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

291 ১৭ অধ্যায় । । কুরসের রাজ্যাভিষেক ও য়িহুদিদের স্বদেশে পুনরাগমন। ইত্যবসন্থে কুরস্ স্বসৈন্য লইয়া সুরিয়া এৰণ ঔগুপ্ত এ দুই দেশে যাত্রা করিয়া’ রাজ্যের নানা বিষয় নিম্পাদন পূর্বক নিৰাসিদিগকে মেদীয় ও ফারসিদের সৰ্ব্বতোভাৱে বশীভূত করিয়া রাখিতেছিলেন । কিন্তু স্ব মাতুল ঐ দারিয়ুস দুই বৎসর কাল মাত্র রাজ্যভোগ করিয়া মরিয়াছেন ইহা শুনিয়া তিনি পুনরাগমন পূর্বক তৎপরিবর্তে রাজাসনে উপবিষ্ট হইয় রাজ্যপালন করিতে উদ্যত হয়েন । তাছাতে তিনি ন্যায় পালনেতে ও সাধারণ প্রজাগণের প্রতি দয়। প্রকাশ করণেতে উাহাকে প্রজাদের পিতা এতদুপাধি দেওয়া গেল আর তিনি প্রতি বৎসরের অনুষ্ণ সপ্তমাল কালে বাবুলনেতে বাল করিয়া বসন্তকালের দুই মাল মাত্র শূশান নগরে থাকিড়েন এব৯ গ্রীষ্মকালীন তিন মালেমেদিয়ার একৃবাটান নগরেতে বাস করিতেন ইহার এই রীতি ব্যবহার জানা যায় । আর, অনুমানে অতিশয় সুখ্যাত্যাপন্ন ঐ যে দারিএল তিনি তৎকালেও প্রধান মন্ত্রিপদে নিযুক্ত থাকাতে কুরস্ রাজা এমন সুযোগ পাইয় তাহার সঙ্গে বারস্বার ধৰ্ম্মাদি বিষয়ে আলাপ করিয়া থাকিবেন তাহাতে মেদৗয়ের ও ফারলির বাবুলনকে আক্রমণ করিয়া ধরিবে এবণ পরমেশ্বর কুরল নাম এক জন মহা যোদ্ধাকে প্রস্তুত করিয় তাহার দ্বারা বাৰুলনীয়দিগন্ধে