পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

27 কএক জন যুৱ লোক সঙ্গে করিয়া লইয়া স্বদেশে আইলেন ইহাদের মধ্যে দানিএল ও হানানীয়া ও মশাএল ও আজারীয় এই ২ নামখ্যাত তাহার বন্ধুত্রয় কিন্তু অস্ফেনস তাহাদের ঐ নাম ফুিরিয়া বেল্টিশাসর ও শাদ্রাথ ও মেশাথ ও আবেদনোগো এরূপ নাম রাথিয়া দিলেন সে সকল বাবুলনীয় ভাষার আখ্যা এবণ থলুীয় দেবতাদের সম্বন্ধে ও তাহ রাখা গেল। এতৎকালে নবুখদনজর য়িন্ধশালম নগরকে উচ্ছিন্ন না করিয়া কেবল যুদ। দেশকে বাবুলন দেশের অন্তর্গত এক প্রদেশ করিয়া রাথিয়া মহামন্দিরের অনেক স্বর্ণের পাত্রাদি মাত্র কাড়িয়া লইয়াছিলেন ইহা পাঠকবর্গ বুকি মনে করিয়া থাকিৰে। অতএব পূৰ্ব্বোক্ত তিন জন যুবাহেব্রি লোক থলুীয়দের সঙ্গে ক্লিয়শালম নগরকে ছাড়িয়া যাত্রা করণ সময়ে অবশ্য প্রিয়তম স্বদেশ ও মন্দির ও পূৰ্ব্ববাসিত অট্টালিকার প্রতি অনেক বার ফিরিয়া দৃষ্টিপাত করিতে ২ সথেদে গমন করিল। আর দানিএল যদি এথে বিপদ কালে ও সহিষ্ণু হইলেন বুঝি ইহার কারণ থাকিবে তাহার ঈশ্বরে নিষ্ঠা এবN তন্নিষ্ঠ প্রযুক্ত ভাবিকালেও দেবপূজকেরদের সভা মধ্যে তাহার যেৰূপ গুণের পরীক্ষণ হইবে তাহ ও সহ্য করিয়া ইনি কি রূপ উত্তম ব্যবহার করিবে তাহ। স্থির করুণার্থে পথিমধ্যেও সুবুদ্ধিদ্বারা ভাবনা করিতেন। অনেক দিম যাত্রা করিলে থলুীয় দেশের সীম। পুরি হইরাতে বাবুলন মহানগর দৃষ্টি গোচর হইল পৌছিবণমাত্র ঐ অস্ফেনস্ নাম প্রধান সভাসদ পৰোক্ত চারি