পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

35 রাথিয়া তৎপালনে ও স্থিরমন হন আর অবুদ্ধিমান লোকের ধারাবাহিক মতে না চলিৰণতে যদি রাজার কোপদায়ে দায়ী হওনে এব^ রাজ সভাস্থদের পরিহাসাল্পদ হওনে ও স্বীকার করিতে হয় তো কোন ক্রমে ধৰ্ম্মত্যাগ করিবেন না এই স্থির করিতেও তাহার কেমন সাহস প্রকাশ হইল। আর উত্তম পদে জন্মিয় সদা স্বচ্ছন্দে থাকেন যে কোন সুকুলীন যুব ব্যক্তি ইনি যদি এ রূপ শারীরিক সুখাভিলাষী না হন তবে নিশ্চয় বোধ হয় ইনি অতিশয় ইন্দ্রিয়দমন করিয়া থাকিবেন অতএব ইন্দ্রিয় দোষদ্বারা মনের বুদ্ধিহাস ও মোহবৃদ্ধি হয় ইহ। নিশ্চয় জানিয়া তিনি ধৰ্ম্মার্থে ইন্দ্ৰিয়নিগ্রহ পূর্বক চিদাজুার বশে দেহ দমন করিতে প্রতিজ্ঞাত হইলেন আর অনেকানেক যুৱ লোক কেৰল সমসারসুখার্থী হইয়। কালক্ষেপ করে তাহ দেখিয়া দানিএল সুশীলতা গুণে গুণী হইয়। যৌবনাবস্থাতে ও ঈশ্বর পরায়ণ হওনে চেষ্টাস্থিত হইলেন আর তৎকালে যথাশক্তি বিদ্যাভ্যাসদ্বার। ভাৰিকালে পরের হিতার্থে মহৎ কৰ্ম্মে পারগ হন "ইহা ও স্থির করিলেন আর তাছার কি এত ধৰ্ম্মের উচিত ফল দশিল না? সে দূরে থাকুক বর৭ ইনি শারীরিক সুস্থ এবণ মনের বুদ্ধিতে বুদ্ধিমান ও যে কোন দুঃসাধ্য কৰ্ম্ম সাধনক্ষম এৰ৯অসহ্য বিষয়ে সহিষ্ণুছইয়। স্বধর্মের উত্তম ফলভোগী হইলেন। আর ইনি কেবল উত্তম সাহলযুক্ত এব৯ সাধ্য সাধনে সু্যত্নবান ছিলেন তাহ নয় বরঞ্চ ইনি অতিশয় নমুম্বভাব ও সুশীল ও সদাচারী ও হইলেন ইনি