পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

55 তাহাতে আরিয়থ হষ্টমন হইয়া’দানিএলকে রাজার সাক্ষাৎকারে অানিয়া দিলেন। তখন রাজা তাহাকে জিজ্ঞাসিলেন তুমি কি আমার স্বপু দৰ্শন জানাইয়। তদৰ্থ ও করিতে পার? দানিএল উত্তর করিয়া কহিলেন অাপনি যে গুপ্ত বিষয় জিজ্ঞাসিয়াছিলেন তাহ পণ্ডিতেরা ও ফলতঃ মায়াৰী ও দৈবজ্ঞ ও কুহকি লোক সকল রাজাকে বুঝাইতে পারিল না বটে কিন্তু গুপ্ত প্রকাশক স্বৰ্গবালি এক ঈশ্বর আছেন তিনি নবুখদনজরকে শেষকালে যাহা হইবে তাহাই স্বপুদর্শনদ্বারা জানান। পরে দানিএল স্বপুযোগে যাহা দেথিবীতে রাজার মনের ভাবন হইয়াছিল তাহার সকল বৃত্তান্ত স্নষ্ট করিয়া বুঝাইলেন সে এ প্রকার। মনুষ্যাকৃতি এক অতি বৃহৎ ও প্রকাণ্ড মূৰ্ত্তি বিশেষ দেখা হইল সে অতি উজ্জ্বল এৰণ ভয়ঙ্কর দর্শিল আর মূৰ্ত্তির মন্তক স্বর্ণময় এবণ বক্ষঃস্থল ও হস্তদ্বয় ৰূপার নিৰ্ম্মিত কিন্তু উদর এবণ উরুদেশ পিত্তপময় আর জঞ্জাম্বয় লৌহ নিৰ্ম্মিত এবণ পাদযুগল সমৃত্তিক লৌহবিশিষ্ট দর্শিল । রাজা এতমূৰ্ত্তির বিষয় ভাৱন করিতে ২ দেখ একখান ভারি প্রস্তর কিম্ব শিলাখণ্ড বিশেষ কাহারে ৰিনাঘাতে আপন আপনি পৰ্ব্বত হইতে গড়িয়া পড়িয়া মূৰ্ত্তিতে লাগিয় তাহ ছিন্ন ভিন্ন করিয়া অতিসূক্ষ্ম চূৰ্ণৰছ করিয়া দিল তাহাতে আকাশের বায়ু ঐ গুড়া সকল উড়াইয়। লইয়। ভূমুপরি ফেলিয়া দিল তাঁহার এক কণা মাত্রও অবশিষ্ট থাকিল না । -