পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

75 “ গোষ্ঠীসমূহের ঈশ্বর কি না ইস্রাএলের ঈশ্বর এ কথা কহিতেছেন যে সকল যুদ্ধের দাসকে দেশান্তরে অনিয়ন করা গিয়াছে অর্থাৎ যাহাদিগকে য়িত্নশালম থাকিয় বাবুলনেতে বন্দী করিয়া লইয়া যাইতে আমিই কারণ হইয়াছি তাহাদিগকে এ কথা কহিতেছি তোমরা গৃহনিৰ্ম্মাণ করিয় তাহাতেই বাস কর এব^ উদ্যানের বৃক্ষ রোপণ করিয়া তাহার ফল ভক্ষণ কর আর যে নগরেতে তোমাদিগকে বন্দিভাবে আনয়ন করা য়াছি সে নগরের শুভাক ভুী হও এব• তাহার মঙ্গলার্থে ঈশ্বরের স্থানে প্রার্থনা কর কারণ তাহারি মঙ্গল হইলে তোমাদেরও মঙ্গল হইবে । গোষ্ঠী সমূহের ঈশ্বর কি না ইয়াএলের ঈশ্বর এ কথা'কহিতেছেন তোমাদের মধ্যে যে ২ ভাবিকথক ও দৈবজ্ঞ আছে তাহারা যেন তোমাদিগকে না ভুলায় এবম যে স্বপূদর্শন জন্মাইতেছ তাহাও মানিও না যেহেতুক উহার মিথ্যা করিয়া আমার নাম লইয়ৰ ভাবি কথা কহে আমি উহtদিগকে প্রেরণ করি নাই ঈশ্বর এ কথা কহিতেছেন কিন্তু বাবুলন দেশে নিবাস করিতে ২ সপ্ততি বৎসর সমাপন হইলে পর আমি প্রসন্ন দৃষ্টিপাত করিয়৷ তোমাদিগকে এ স্থানে ফিরিয়া আনিয়া আমার উত্তম ২ প্রতিজ্ঞা বাক্য সকল সিদ্ধ করিব ঈশ্বর ইহা ও কহিতেছেন কেননা আমি তোমাদের বিষয়ে যে ৰূপ মানস করিয়াছি তাহ জানি সে তোমাদের সুশান্তিকারক মানল অন্তভজনক মানস নহে বরঞ্চ তোমাদের অপেক্ষিত উত্তম শেষ দিবার মানল