পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৮ গীত ।] দায়দের গীত । To o Go ও পরাক্রম ও র্তাহার কৃত আশ্চৰ্য্য ক্রিয়ার বর্ণনা করিব । ৫ তিনি যাকুব বংশের মধ্যে যে বিধি ও ইসুয়েল ও বণশের মধ্যে যে ব্যবস্থা স্থাপন করিয়াছেন, শেষপুরুষ পৰ্য্যন্ত ভাবি ব^শেরণ যেন তাহা জ্ঞাত হয়, ও উঠিয়া অাপন ২ সন্তানদিগের কাছে তাহার বর্ণনা ৭ করে, এবণ তাহারা যেন ঈশ্বরেতে প্রত্যাশ রাখে, ও ঈশ্বরের কৰ্ম্ম বিস্মৃত না হয়, কিন্তু র্তাহার আজ্ঞা ৮ পালন করে, এব^ আপনাদের পূৰ্ব্বপুরুষের ন্যায় বিপথগামি ও বিরোধি ও চঞ্চলমনা ও আত্মাতে ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত এক ব শ যেন না হয় ; এই নিমিত্তে তিনি অণপন ২ সন্তানদিগকে সেই কথা জানাইতে আমাদের পূৰ্ব্বপুরুষগণকে আজ্ঞা দিয়াছেন। - ৯ ইফুয়িমের সন্তানের অস্ত্রধারী ও ধনুৰ্দ্ধারী হইয়াও ১° সম্প্রামসময়ে পরাজুথ হইয়াছে। তাহারা ঈশ্বরের নিয়ম পালন করে নাই, ও তাহার ব্যবস্থানুসারে ১১ আচরণ করিতে অসম্মত হইয়াছে। তিনি আপনার যে কৰ্ম্ম ও আশ্চৰ্য্য ক্রিয় তাহাদিগকে দেখাইয়াছিলেন, তাহ তাহারা বিস্মৃত হইয়াছে। ১২ তিনি মিসরদেশে ও সোয়ন প্রান্তরে তাহাদের পূৰ্ব্বপুরুষদের সাক্ষাতে আশ্চৰ্য্য কৰ্ম্ম করিয়াছিলেন। ১৩ তিনি সমুদ্রকে দ্বিধা করিয়া তন্মধ্যদিয়া তাহাদিগকে গমন করাইয়াছিলেন, এব^ জলকে ভিত্তির ন্যায় ১৪ দাড় করাইয়াছিলেন ; এব০ দিবসে মেঘদ্বারা ও সমস্ত রাত্রি অগ্নিতেজদ্বারা তাহাদিগকে পথ দেখা১৫ ইতেন ; এবণ প্রান্তরমধ্যে পৰ্ব্বতকে বিদীর্ণ করিয়া ১২ গভীর জলাশয়ের সদৃশ জল পান করাইলেন ; তিনি 105