৮১ গীত ] দায়ুদের গীত। ○ > ○ গকে ফিরাও, এবং আপন মুখের দীপ্তি প্রকাশ কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব । ৮১ গীত । ১ অনুগ্রহের নিমিত্তে ঈশ্বরের ধন্যবাদ করিতে আসফের বিনতি, ৮ ও আজ্ঞাবহনের ফল । প্রধান বাদ্যকরকে দাতব্য গিৰীং নামক স্বরযুক্ত আসফের গীত । ১ আমাদের বলদাতা ঈশ্বরের উদেশে উচ্চৈঃস্বরে গান কর, ও যাকুবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর । ২ এব^ ডমফ ও মনোহর বীণা ও নেবল যন্ত্রের সহিত ও গান করিতে প্রবৃত্ত হও । এবণ এই মাসের পূর্ণিমাতে ৪ অর্থাৎ আমাদের উৎসবদিনে তুরী বাজাও। কেননা তাহা ইসুয়েলের বিধি ও যাকুবের ঈশ্বরের ব্যবস্থা। ৫ মিসরদেশের বিরুদ্ধে গমন সময়ে তিনি যুষফ ব^শের মধ্যে এই নীতি স্থাপন করিলেন ; আমি বোধের অশু গম্য কথা শুনিলাম। আমি তোমার স্কন্ধহইতে ভার দূর করিলাম, ও কুড়ি বহনহইতে তোমার হস্ত মুক্ত হইল ; ৭ এব০ বিপদ কালে প্রার্থনা করিলে তোমাকে রক্ষা করিলাম, ও গৰ্জ্জনকারি মেঘরূপ গুপ্তস্থানে থাকিয়া তোমাকে উত্তর দিলাম, ও মিরীবার জলেতে তোমাকে পরীক্ষণ করিলাম। সেলা ? ৮ “ হে আমার প্রজাগণ, শ্রবণ কর, অামি তোমার বিষয়ে সাক্ষ্য দিব ; হে ইসুয়েল বণশ, তুমি যদি আমার ৯ কথা শুনিতে সম্মত হও, তবে (ভাল হয়। ) তোমার মধ্যে পরদেশীয় কোন দেবতা স্থাপিত না হউক, ও ১০ তুমি কোন ইতর দেবতার পূজা করিও না। আমি তোমার প্রভু পরমেশ্বর, অ।মি তোমাকে মিসরদেশ L 3 113
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/১১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।