পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৩ গীত ।] দায়ুদের গীত। * > Go নিতান্ত মনুষ্যের ন্যায় মরিবা, ও কোন অধ্যক্ষের ন্যায় ৮ তোমাদের পতন হইবে। হে ঈশ্বর, তুমি উঠিয়া জগতের বিচার কর, যেহেতুক তুমি তাবজ্জাতীয়দের অধিকারী । ৮৩ গীত । দুষ্ট শত্ৰুদের বিরুদ্ধে আসফের প্রার্থনা। আসফের কৃত গানার্থক ধর্মীত । ১ হে ঈশ্বর, তুমি নীরব হইও না ; হে ঈশ্বর, মৌনী ও ২ অযত্ন হইও না। দেখ, তোমার শত্ৰুগণ কলহ করে, ৩ ও তোমার ঘূণাকারিবর্গ মস্তক তুলে। তাহারা তোমার লোকদের বিরুদ্ধে ধূৰ্ত্ততার পরামর্শ করে, ও তোমার গুপ্ত লোকদের প্রতিকূলে কুমন্ত্রণ করে। ৪ তাহারণ বলে, আইস, আমরা তাহাদিগকে সবণ\শে বিনাশ করি, ইসুয়েল ব^শের নাম আর স্মরণে ৫ থাকিতে দিব না। এতদ্বিষয়ে তাহারা একপরামর্শ ও হইয়াছে ; ইদোম ও ইস্মায়েল ও মোয়াব ও হাজিরার তাম্বুস্থ লোকের, এব^ গিৰাল ও অম্মোন ও অমালেক ও পিলেষ্টিয়া ও সোর নিবাসির সকলে পরল্পর তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করিয়াছে। ৮ এবং অশূরীয় লোকেরা তাহদের সহায় হয় তা হারণ লোটের সন্তানদের উপকার করে । সেলা । ৯ তুমি মিদিয়নীয়দের প্রতি ও কাশোন নদীতে সীষিরার ও যাবীনের প্রতি যেরূপ করিয়াছিলা, ইহাদের ১০ প্রতিও তদ্রুপ কর। তাহার। ঐন্দোরের নিকটে নষ্ট ১১ হইয়া ভূমির উপরে সারস্বরূপ হইয়াছিল। এব৯ ইহাদের অধ্যক্ষগণকে ওরেব ও সেবের ন্যায় কর, এবণ ইহাদের অভিষিক্তগণকে সেবহ ও गन्मूबढ़ } 15