পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ গীত 0 - দায়ূদের গীত । যে জন অকারণে আমার বৈরী, তাহার দ্রব্য যদি লুট ৫ করিয়া থাকি ; তবে শত্ৰুগণ আমার নাশার্থে পশ্চাৎ ধাবমান হইয়া অামাকে ধরুক, ও অামার প্রাণকে ভূমিতে দলিত করুক, এবং আমার ত্রকে ধূলায় নিশু পাত করুক। সেলা | হে পরমেশ্বর, ক্রোধেতে উঠ, ও আমার বৈরিদের কোপ প্রযুক্ত গাত্রোথান কর; এবs আমার নিমিত্তে জাগ্রৎ হও, কেননা তুমি বিচারকর্তা ; ৭ এব^ লোকসমূহ তোমাকে বেষ্টন করিবে ; তুমি তা৮ হাদের উৰ্দ্ধে পুনৰ্ব্বার উচ্চস্থানে গমন করিও। হে পরমেশ্বর, তুমি লোকদের বিচারকর্তা ; হে পরমেশ্বর, আমার ধৰ্ম্ম ও সৎস্বভাবানুসারে আমার বিচার কর। ১ বিনয় করি, দুজনদের দুষ্টতার শেষ হউক, কিন্তু তুমি ধাৰ্ম্মিকদিগকে সুস্থির কর ; কেননা, হে ন্যায়বান ঈশ্বর, তুমি সকলের অন্তঃকরণ ও মনের পরীক্ষক। ১০ ঈশ্বর আমার ঢালস্বরূপ, তিনিই সরলান্তঃকরণের ১১ নিস্তারক। ঈশ্বর ধাৰ্ম্মিকের প্রতিফলদাতা, তিনি সমস্ত ১২ দিন পাপির প্রতি ক্রোধকারী ঈশ্বর ; সে যদি না ফিরে, তবে তিনি আপনার খড়গে শাণ দিবেন, ও অাপন ১৩ ধনুকে চাড়া দিয়া প্রস্তুত করবেন ; এব^ তাহার নিমিত্তে স°Nহারক অস্ত্র প্রস্তুত করবেন, ও আপনার বাণ ১৪ সকল অগ্নিতে প্রজ্বলিত করবেন। দেখ, সে অধৰ্ম্মে গৰ্ত্তধারণ করিত, ও কুসন্ধানে পূর্ণগৰ্ত্ত হইত, ও মিথ্যা১৫ কথা প্রসব করত। সে যে কুপ খনন করিয়া গভীর করিয়াছে, আপনার কৃত সেই থাতে আপনি পতিত ১৬ হইবে। তাহাতে তাহার কুসন্ধান তাহারই প্রতি ফলি১৭ বে, ও তাহার দৌরাত্ম্য তাহারই মস্তকে বৰ্ত্তিৰে। কিন্তু পরমেশ্বরের ন্যায়স্বভাব প্রযুক্ত আমি তাহার প্রশ৭স। করিব, ও সৰ্ব্বোপরিস্থ পরমেশ্বরের নামে গান করিব। 7